নিজেদের বাঁচাতে ভারতে আসছিল ৭২ হিন্দু ও শিখ, তালিবানদের নির্দেশে চাপতে দেওয়া হল না বিমানে

বাংলাহান্ট ডেস্কঃ কাবুল বিমান বন্দর থেকে ফিরে আসতে হল ৭২ জন আফগানিস্তানের শিখ, হিন্দুদের একটা ব্যাচকে। এই দলটা প্রাণ ভয়ে আফগানিস্তান থেকে ভারতের ফিরে আসার জন্য ১২ ঘন্টার ওপর বসেছিল কাবুল বিমানবন্দরে। ভারতীয় বায়ুসেনার বিমানে করে ভারতে ফেরার কথা থাকলেও, শেষ মুহূর্তে তাঁদের আটকে দেয় তালিবানরা।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখল নিয়েছে তালিবানরা। আর দখল নিয়েই নিজেদের মত করে ফতেয়া জারি করতেও শুরু করে দিয়েছে তালিবানি জঙ্গিরা। এখন প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে অন্যত্র যাওয়ার জন্য বিমানবন্দরে ভিড় করছে হাজার হাজার মানুষ।

taliban 1 1

সেইমতই ভারতীয় বায়ুসেনার বিমানে চড়ে ৭২ জন আফগান শিখ, হিন্দুদের ভারতে ফেরার কথা ছিল। কিন্তু শুক্রবার কাবুল বিমানবন্দর থেকে তাঁদের ফিরিয়ে দিল তালিবানি জঙ্গিরা, উঠতে দিল না ভারতগামী বিমানে। নরিন্দর সিং খালসা ও আনারকলি কৌর হোনারইয়ার দল তাঁদের শেষ মুহূর্তে ফিরে যেতে বাধ্য করে।

এবিষয়ে ওয়ার্ল্ড পঞ্জাবী অর্গানাইজেশনের প্রেসিডেন্ট বিক্রমজিত্ সিং সহনি জানিয়েছেন, ৭২ জন আফগান শিখ, হিন্দুদের ভারতগামী বিমানে উঠতে বাঁধা দেয় তালিবানরা। তাঁদের দাবি, এরা আফগান। তাই এদের ভারতে যেতে দেওয়া হবে না। এরপর গোটা দলটাকে কাবুলের গুরুদ্বার দশমেশ পিতা গুরু গোবিন্দ সিং জি কারতে পারওয়ানে নিয়ে যাওয়া হয়।

তবে এখন যা পরিস্থিতি, তাতে করে সেখান থেকে আফগান এবং শিখদের বের করে আনতে তালিবানের সঙ্গে আলোচনায় বসা ছাড়া আর কোন উপায় দেখা যাচ্ছে না। বোঝাতে হবে, চলতি বছর গুরু তেগ বাহাদুরজির ৪০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁদের ভারতে যাওয়াটা প্রয়োজন।

Smita Hari

সম্পর্কিত খবর