ট্রেনের একটি চাকার ওজন কত জানেন? তথ্য জানলে ‘হাঁ” হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল (Indian Railway) দেশের লাইফ লাইন। এই রেলের বিস্তার দেশের প্রতিটি কোণায়। সুবিশাল নেটওয়ার্ক ভারতীয় রেলকে করে তুলেছে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল পরিষেবা সংস্থা। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর একমাত্র ভরসা এই রেল। আমরা মাঝেমধ্যেই ভারতীয় রেল সম্পর্কে মজাদার কিছু তথ্য আপনাদের জানিয়ে থাকি। আজও আপনাকে এমনই একটি তথ্য দিতে চলেছি যা শুনলে অবাক হয়ে যাবেন।

ট্রেনে (Train) তো আমরা সকলেই কমবেশি উঠেছি। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি ট্রেনের চাকার (Train’s wheel) ওজন (Weight) কত হতে পারে? ট্রেনে চাকা দেখতে বেশ মোটা। এই চাকার উপর থাকে ট্রেনের সম্পূর্ণ ভার। তাহলে এই চাকাগুলো নিশ্চয়ই অনেক ভারী হয়ে থাকে। কিন্তু ঠিক কতটা পরিমাণ ভারী হয় ট্রেনের চাকা? চলুন জেনে নেওয়া যাক।

স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) তৈরি করে ট্রেনের চাকা। এটি একটি রাষ্ট্রয়ত্ত সংস্থা। SAIL এর তথ্য অনুযায়ী, একটি ব্রডগেজ লাইনে চলা ট্রেনের কামরায় থাকা চাকার ওজন হয়ে থাকে ৩৮৪ কিলো থেকে ৩৯৪ কিলো। কিছু কিছু লোকাল ট্রেনের চাকার ওজন ৪২৩ কিলোও হতে পারে।

You will get the same comfort in the ordinary carriage as in the reserve class, in indian railway

LHB কোচে ব্যবহৃত চাকার ওজন ৩২৮ কিলো পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে, মালগাড়িতে থাকা ডিজেল ইঞ্জিনিয়ার চাকার ওজন হয় প্রায় ৫২৮ কিলো। রেলের WAP 5 ও WAP 9 ইঞ্জিনের চাকার ওজন ৫৫৪ কেজি পর্যন্ত হয়ে থাকে। অপরদিকে, ন্যারোগেজের ক্ষেত্রে চাকার ওজন হয় ১৪৪ কেজি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর