‘লক্ষ্মীর ভাণ্ডার’র টাকা না ঢোকায় ব্যাঙ্কে ঢুকে ভাঙচুর চালালো লক্ষ্মীরা, তুলকালাম কান্ড বনগাঁয়

বাংলাহান্ট ডেস্কঃ পাচ্ছেন না ‘লক্ষী ভাণ্ডার’ (Lakshmir Bhandar)র টাকা। এই অভিযোগ করে ব্যাঙ্ককেই কাঠগড়ায় দাঁড় করালেন বনগাঁর (bangaon) মহিলারা। তাঁদের অভিযোগ অন্যান্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা মহিলারা টাকা পেয়ে গেলেও, তাঁরা পায়নি। এই অভিযোগে ব্যাঙ্কে ভাঙচুর চালিয়ে রাস্তার সামনে বিক্ষোভ দেখান মহিলারা।

এমনই ঘটনা ঘটে উত্তর 24 পরগনার বনগাঁ থানার কালুপুর এলাকায়। সেখানকার মহিলাদের অভিযোগ, ‘লক্ষী ভাণ্ডার’র টাকা না পাওয়ায় অঞ্চল অফিস থেকে তাঁদের জানানো হয়, ব্যাঙ্কে গিয়ে কিছু টাকা রেখে পাসবই আপডেট করে দেখতে হবে। এরপর তাঁরা দলে দলে ওই এলাকার কানাড়া ব্যাঙ্কে গেলেও, কিছু সমস্যার কারণে পাসবুক আপডেট হচ্ছে না বলে জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

bhvbvbb

ব্যাঙ্কের পক্ষ থেকে এই কথা শোনার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন উপস্থিত মহিলারা। ব্যাঙ্কের ওই শাখার কর্মী এবং ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ব্যাঙ্কে ভাঙচুর চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে শাটারও নামিয়ে দেয় উত্তেজিত মহিলারা। এমনকি তাঁরা যশোর রোডে গাছ ফেলে কিছুক্ষণের জন্য অবরোধরও ডাক দেয়। যার ফলে ব্যস্ত সময়ে বিঘ্নিত হয় যান চলাচল।

পরবর্তীতে পুলিশ সেখানে গিয়ে তাঁদের মধ্যে কথা বলে সমস্যার সমাধান করে। তবে এবিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘লক্ষী ভাণ্ডার’র টাকা না আসায়, পঞ্চায়েত থেকে মহিলাদের অ্যাকাউন্টে ১০০ টাকা রাখতে বলা হয়। আর তার ফলে একসঙ্গে অনেক মানুষ চলে আসায় আমরা ঠিক মত পরিষেবা দিতে পারিনি। আর তারউপর করোনার কারণে পাসবুক আপডেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু গ্রাহকরা কিছু না শুনেই বিক্ষোভে অংশ নেয়। তবে দ্রুতই এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ব্যাঙ্ক ম্যানেজার।

bhbvbvb

যদিও ব্যাঙ্কের এই যুক্তিতে একেবারেই গলেনি গ্রামের মহিলারা। তাঁদের দাবি, বহু দিন ধরেই আপডেট বন্ধ রয়েছে। আর তারউপর ঠিক মত পরিষেবাও দিচ্ছে না এই ব্যাঙ্ক।


Smita Hari

সম্পর্কিত খবর