LPG-র দাম থেকে ব্যাঙ্কিং ও কর সংক্রান্ত নিয়ম! ১ জানুয়ারি থেকেই হতে চলেছে এই ১০ টি পরিবর্তন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছর অর্থাৎ ২০২৫-এর প্রায় অন্তিম লগ্নে আমরা উপস্থিত হয়েছি। নতুন বছরের কাউন্টডাউন হয়ে গেছে শুরু। এমতাবস্থায়, নতুন বছর অর্থাৎ ২০২৬ সালের প্রথম মাস জানুয়ারিতে বেশি কিছু গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন (Rules Change) হতে চলেছে। মূলত, গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাঙ্কিং, কর, রেশন কার্ড, কৃষক প্রকল্প, এবং অন্যান্য অনেক সুযোগ-সুবিধা সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর হবে। যেগুলি অবশ্যই জেনে রাখার প্রয়োজন সাধারণ মানুষদের। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা সেই পরিবর্তনের প্রসঙ্গ উপস্থাপিত করছি যেগুলি আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে।

এই নিয়মগুলি ১ জানুয়ারি ২০২৬ থেকে পরিবর্তিত হবে (Rules Change):

১. LPG সিলিন্ডারের দাম: জানিয়ে রাখি যে, প্রতি মাসের প্রথম দিনে LPG সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। ডিসেম্বরে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০ টাকা কমানো হয়েছিল। এদিকে, আগামী ১ জানুয়ারি, ২০২৬ থেকে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমারও আশা করা হচ্ছে। যার ফলে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারে।

There are going to be multiple rules change from January 1, 2026.

২. CNG এবং PNG-র দাম কমার সম্ভাবনা: কেন্দ্রীয় সরকার ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর কর ব্যবস্থায় পরিবর্তন বাস্তববায়ন করছে। জোনিং সিস্টেমে পরিবর্তনের ফলে CNG এবং PNG-র দাম কমতে পারে। এর ফলে যানবাহণ চালক এবং ঘরোয়া গ্যাস ব্যবহারকারীরা স্বস্তি পেতে পারেন।

৩. অষ্টম বেতন কমিশন: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এটি একটি দারুণ খবর হতে পারে। অনুমান করা হচ্ছে যে, অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর করা হবে। এই ঘোষণা বিলম্বিত হলেও, কর্মচারীরা পূর্ববর্তী তারিখ থেকে সুবিধা (এরিয়ার) পেতে পারেন। ফিটমেন্ট ফ্যাক্টর পরিবর্তনের মাধ্যমে, বেসিক স্যালারি এবং পেনশনে ভালো বৃদ্ধি সম্ভব।

৪. কৃষকদের জন্য বড় পরিবর্তন: নতুন বছরে কৃষকদের সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে। উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে কিষাণ আইডি বাধ্যতামূলক করা হয়েছে। কিষাণ আইডি ছাড়া, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi)-র অধীনে কিস্তি বন্ধ হয়ে যেতে পারে। এদিকে, শস্য বীমা প্রকল্পেও (PMFBY) একটি বড় পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। ২০২৬ সালের খরিফ মাস থেকে, বন্য প্রাণীর দ্বারা ফসলের ক্ষতি বিমা কভারেজের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এক্ষেত্রে ক্ষতির ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হবে।

৫. প্যান কার্ড-আধার লিঙ্কিং আবশ্যক: আপনি যদি ১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে আপনার প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক না করেন, সেক্ষেত্রে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। যার ফলে ব্যাঙ্কিং লেনদেন, আয়কর রিটার্ন এবং অন্যান্য আর্থিক বিষয়ে সমস্যা হতে পারে। তাই, এই কাজটি সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬. ব্যাঙ্কিং এবং কর সংক্রান্ত নিয়ম: ২০২৬ সালে একাধিক ব্যাঙ্কিং এবং ইনকাম ট্যাক্স সংক্রান্ত নিয়ম পরিবর্তিত হতে পারে। এক্ষেত্রে আয়কর রিটার্ন (ITR) ফর্মগুলি সংশোধনের সম্ভাবনা রয়েছে এবং আরও তথ্য-ভিত্তিক তথ্যের প্রয়োজন হতে পারে। এছাড়াও, ২০২৬ সালের এপ্রিল থেকে, ক্রেডিট স্কোর মাত্র ৭ দিনের মধ্যে আপডেট করা হবে। যা আগে ১৫ দিন ছিল। অপরদিকে, SBI এবং অন্যান্য ব্যাঙ্ক ঋণের সুদের হার এবং ফিক্সড ডিপোজিটের হার সংশোধন করেছে। যার প্রভাব ২০২৬ সাল থেকে দৃশ্যমান হবে।

আরও পড়ুন: ‘ভারতকে বাঁচাতে বাংলা জিততেই হবে’, ২৬-এর নির্বাচনকে ‘পাখির চোখ’ করে বড় প্রতিক্রিয়া বি এল সন্তোষের

৭. সোশ্যাল মিডিয়ার নিয়মকানুন: আগামী বছর থেকে কিছু দেশে সোশ্যাল মিডিয়ার ব্যবহারও ক্রমশ কঠোর হচ্ছে। অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ার মতো দেশগুলি এখন ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর কঠোর নিয়ম প্রয়োগ করছে। আগামী সময়ে, ভারতেও এই সম্পর্কিত নিয়মের সম্ভাবনা রয়েছে।

৮. রেশন কার্ডের নতুন নিয়ম: ২০২৬ সাল থেকে, রেশন কার্ডের প্রক্রিয়া সহজ করা হবে। রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন এখন চালু করা হয়েছে। আর ফলে সাধারণ মানুষ স্বস্তি পাবেন। কারণ, জনগণকে আর সরকারি অফিসে যেতে হবে না। বরং, বাড়িতে বসেই তাঁরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: সব ফরম্যাটের ক্রিকেটে অধিনায়ক করা যাবে না গিলকে! রাখঢাক না রেখে বড় প্রতিক্রিয়া এই প্রাক্তন ক্রিকেটারের

৯. সরকারি স্কুলে ডিজিটাল উপস্থিতি: জানিয়ে রাখি যে, একাধিক রাজ্য ২০২৬ সাল থেকে সরকারি স্কুলে ট্যাবলেটের মাধ্যমে ডিজিটাল উপস্থিতি ট্র্যাকিং বাস্তবায়ন করবে। যেটি শিক্ষকদের উপস্থিতির ওপর আরও ভালো নজরদারি সক্ষম করবে এবং সমগ্র প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ করে তুলবে।

১০. রিয়েল এস্টেটে বিনিয়োগ করা আরও সহজ হবে: আগামী ১ জানুয়ারি থেকে, REITs (রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট) মিউচুয়াল ফান্ড দ্বারা ইক্যুইটি হিসাবে বিবেচিত হবে। এর ফলে রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন।