এই কোম্পানির গাড়িতে চড়লেই থাকবে প্রাণের ঝুঁকি! সুরক্ষার ক্ষেত্রে সবথেকে এগিয়ে কে? সামনে এল বড় তথ্য

বাংলা হান্ট ডেস্ক: এবার একইসঙ্গে ভালো এবং মন্দ দুই খবরই সামনে এল। প্রথমে ভালো খবরটি দিয়েই শুরু করা যাক প্ৰতিবেদনটি। মূলত, এবার যাত্রীবাহী গাড়ির সুরক্ষার বিষয়ে একধাপ এগিয়েছে ভারত (India)। জানা গিয়েছে, গত মঙ্গলবার উপমহাদেশে প্রথম নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম চালু করেছে আমাদের দেশ। এমতাবস্থায়, আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে এই ব্যবস্থা। যদিও, তার আগেই দেশের কিছু জনপ্রিয় গাড়ির সেফটি রেটিং প্রকাশ করা হয়েছে গ্লোবাল এনক্যাপের তরফে। আর সেখানেই রয়েছে একটি খারাপ খবর।

কারণ, ওই রেটিংয়ে রীতিমতো লজ্জায় পড়েছে মারুতি সুজুকি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই কোম্পানির একাধিক গাড়ি নিরাপত্তা পরীক্ষায় অত্যন্ত খারাপ ফলাফল করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গ্লোবাল এনক্যাপের এই রেটিংয়ে ন্যূনতম 1 স্টার রেটিং দেওয়া হয় এবং সর্বোচ্চ রেটিং হল 5 স্টার। এমতাবস্থায়, যে গাড়িগুলি 1 স্টার পায় সেগুলি কম সুরক্ষা সম্পন্ন গাড়ি হিসেবে বিবেচিত হয়।

There will be risk of life if you ride in this company's car

এদিকে, জানা গিয়েছে যে, আগামী অক্টোবর মাস থেকে শুরু হওয়া ভারত এনক্যাপে সমস্ত আন্তর্জাতিক মাপকাঠি মেনে যাত্রীবাহী গাড়িগুলির সুরক্ষা পরীক্ষা করা হবে বলে। এছাড়াও, ৩.৫ টন ওজন পর্যন্ত ভারতে বিক্রি হওয়া সমস্ত প্রাইভেট গাড়িকেই এই পরীক্ষার মুখোমুখি হতে হবে। তবে, এবার জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশিত ফলাফলে গাড়িগুলি ঠিক কি রেটিং পেয়েছে।

আরও পড়ুন: পেট্রল গাড়ির পর বৈদ্যুতিক গাড়িতেও Tata-র রমরমা! মারুতি-হুন্ডাইকে হারিয়ে গড়ে ফেলল এই রেকর্ড

খারাপ ফলাফল মারুতি সুজুকির: প্রথমেই জানিয়ে রাখি, যেসমস্ত গাড়িগুলি 1 ও 2 স্টার সেফটি রেটিং পেয়েছে সেগুলি হল- WagonR, Alto, Ignis, S-Presso, Swift এবং Renault Kwid। এর মধ্যে শেষেরটি বাদ দিয়ে সমস্ত গাড়িই মারুতি সুজুকির। এমনকি, এই গাড়িগুলি প্রত্যেকটিই বেস্ট সেলিং চার চাকা। অর্থাৎ, প্রতি মাসে গাড়িগুলির হাজার হাজার ইউনিট বিক্রি হয়। এদিকে, এই রেটিংয়ে 3 স্টার পেয়েছে Hyundai Creta, Kia Seltos-এর মতো SUV-গুলি। এবারে জেনে নেওয়া যাক দেশের সবথেকে সুরক্ষিত চার চাকাগুলি সম্পর্কে। ওই তালিকায় রয়েছে বেশ কয়েকটি “মেড ইন ইন্ডিয়া” কার।

আরও পড়ুন: মাহিন্দ্রা থেকে শুরু করে টাটা! এবার বাজার কাঁপাচ্ছে এই ৫ টি বৈদ্যুতিক গাড়ি, দাম জানলে অবাক হবেন

এই তালিকায় প্রথমেই রয়েছে Volkswagen Virtus, Volkswagen Taigun, Skoda Slavia এবং Skoda Kushaq। এই গাড়িগুলি ৪২ পয়েন্ট সংগ্রহ করার পাশাপাশি চাইল্ড ও অ্যাডাল্ট সেফটি রেটিংয়ে 5 স্টার পেয়েছে। এদিকে, পরবর্তী গাড়িগুলি হল Mahindra Scorpio-N, Tata Punch এবং Mahindra XUV300। এই তিনটি গাড়ি অ্যাডাল্ট সেফটি রেটিংয়ে 5 স্টার পেলেও চাইল্ড সেফটি রেটিংয়ে 4 স্টার পেয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর