ইন্ডাস্ট্রির বাদশাকেও সইতে হয়েছে প্রত‍্যাখ‍্যান, শাহরুখকে মুখের উপর না বলেছিলেন এই ছয় অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রির অন‍্যতম শক্ত খুঁটি শাহরুখ খান (shahrukh khan)। বাদশা থেকে কিং খান, তাঁর খেতাব যেমন অনেক তেমনি প্রভাব প্রতিপত্তিও কম নয়। দীর্ঘ অভিনয় কেরিয়ারে বহু সুপারহিট ফিল্ম উপহার দিয়েছেন ‘রোম‍্যান্স কিং’। কিন্তু যেখানে বেশিরভাগ অভিনেত্রীদের স্বপ্ন শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করার, সেখানে এই অভিনেত্রীরা সুযোগ পেয়ছেও অবলীলায় ফিরিয়ে দিয়েছেন প্রস্তাব। আজ চিনে নিন বলিউডের এই ব‍্যতিক্রমী নায়িকাদের।

করিশ্মা কাপুর– কাপুর খানদানের সফল অভিনেত্রীদের মধ‍্যে রয়েছেন করিশ্মা। এখন আর ছবিতে ডাক না পেলেও একটা সময় রীতিমতো রাজত্ব করেছেন তিনি বলিউডে। আমির থেকে সলমন, সে সময়কার তাবড় জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন করিশ্মা।


কিন্তু শাহরুখের সঙ্গে ছবির প্রস্তাব পেলেও না করে দিয়েছিলেন অভিনেত্রী। একটা নয় দু দুটো ছবি প্রত‍্যাখ‍্যান করেছিলেন তিনি। তালিকায় রয়েছে কুছ কুছ হোতা হ‍্যায় ও অশোকার মতো সুপারহিট ছবি। কুছ কুছ হোতা হ‍্যায় ছবিতে টিনার চরিত্রটি প্রথমে করিশ্মাকেই দেওয়া হয়েছিল। তিনি না বললে প্রস্তাব যায় রানি মুখার্জির কাছে। তেমনি অশোকা ছবির প্রস্তাবও করিশ্মা ফিরিয়ে দিলে অভিনয় করেন তাঁর বোন করিনা।


শ্রীদেবী– শাহরুখ ও জুহি চাওলা অভিনীত ‘ডর’ ছবির নায়িকার ভূমিকায় অভিনয়ের প্রস্তাব প্রথমে দেওয়া হয়েছিল শ্রীদেবীকে। কিন্তু অজানা কারণ বশত তিনি না করে দেন। সেই প্রস্তাব লুফে নেন জুহি। হিটও হয় ‘ডর’ ছবিটি।

হেমা মালিনী– শাহরুখ বড্ড ‘ওভার অ্যাকটিং’ করেন। এই কারণ দেখিয়েই কিং খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে অনিচ্ছা প্রকাশ করেন হেমা। এখনো পর্যন্ত একটি ছবিতেও অভিনয় করেননি তিনি শাহরুখের সঙ্গে।


সোনম কাপুর– হাল আমলের অভিনেত্রীদের মধ‍্যে সোনম অন‍্যতম যিনি শাহরুখের সঙ্গে কাজ করতে অনিচ্ছুক। বলিউডের এই ফ‍্যাশন কুইন এমনিতেই খুব বেছেবুছে ছবি নেন। সোনমের মতে, শাহরুখ ও তাঁর মধ‍্যে বয়সের পার্থ‍ক‍্য অনেকটা। তাই দর্শক ভাল ভাবে নেবে না তাঁদের জুটিটা।


কঙ্গনা রানাওয়াত– স্পষ্ট কথায় কষ্ট নেই, এমনি জীবন দর্শন কঙ্গনার। শুধু শাহরুখ নয়, বলিউডের কোনো খানের সঙ্গেই ছবি করতে ইচ্ছুক নন তিনি। অভিনেত্রীর প্রশ্ন, খানদের সঙ্গে ছবি করলে তিনি কী পাবেন? এখন তিনি যে উচ্চতায় রয়েছেন তার থেকে তো বেশি উঁচুতে পৌঁছাতে পারবেন না। তিনি নিজেই সমস্ত কিছু পেয়ে গিয়েছেন বলে মনে করেন কঙ্গনা।


সামান্থা রুথ প্রভু– আরিয়ানের মাদক কাণ্ডের সময় শোনা গিয়েছিল, অ্যাটলির আগামী ছবিতে নায়িকার চরিত্রের জন‍্য প্রস্তাব দেওয়া হয়েছিল সামান্থাকে। কিন্তু সে সময় নাগা চৈতন‍্যর সঙ্গে পরিবার পরিকল্পনা করছিলেন অভিনেত্রী। সন্তান আনার কথা ভেবেছিলেন তাঁরা। সে কারণে শাহরুখের ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সামান্থা।

সম্পর্কিত খবর

X