বাংলা হান্ট ডেস্ক: প্রতি বছরের মতো এবারও নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে আগামী ১ এপ্রিল থেকে। এদিকে, নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সাথে সাথে দেশে (India) একাধিক নিয়মে পরিবর্তনও ঘটতে চলেছে। ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতে, অর্থ এবং সঞ্চয় সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে। পার্সোনাল ফাইনান্স, ইনভেস্টমেন্ট স্কিম, FASTag, PF সহ বিভিন্ন পরিবর্তন ১ এপ্রিল থেকে লাগু হবে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
১. প্যান-আধার লিঙ্কের সময়সীমা: আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা আগেও কয়েকবার বাড়ানো হয়েছে। সর্বশেষ আপডেট অনুসারে, আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ হল ৩১ মার্চ ২০২৪। যদি কোনও ব্যক্তি এই তারিখের মধ্যে তাঁর প্যান কার্ডটিকে আধারের সাথে লিঙ্ক না করেন সেক্ষেত্রে তাঁর প্যান নম্বর বাতিল হয়ে যাবে। এদিকে, প্যান কার্ড বাতিলের স্পষ্ট অর্থ হল আপনি এর ফলে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা কোনও বড় লেনদেনও করতে পারবেন না। এর পাশাপাশি, প্যান কার্ড অ্যাকটিভ করার লক্ষ্যে লেট পেমেন্টের জন্য আপনাকে ১,০০০ টাকা জরিমানাও দিতে হতে পারে।
২. LPG সিলিন্ডার সংক্রান্ত নতুন নিয়ম: প্রতি মাসের মতো আগামী ১ এপ্রিল LPG সিলিন্ডারের দামও নির্ধারণ করা হবে। তবে, এখন লোকসভা নির্বাচনের আচরণবিধি বলবৎ রয়েছে। তাই এই দামে পরিবর্তনের কোনো সুযোগ নেই।
৩. NPS সিস্টেমে পরিবর্তন: নতুন অর্থবর্ষে NPS অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেমে পরিবর্তন আসতে চলেছে। এই নতুন নিয়ম আগামী ১ এপ্রিল, ২০২৪ থেকে কার্যকর হবে। এই নতুন নিয়মের অধীনে, NPS অ্যাকাউন্টে লগইন করতে টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের প্রয়োজন হবে। এমতাবস্থায়, NPS গ্রাহকদের আধার ভেরিফিকেশন এবং মোবাইলে প্রাপ্ত OTP-র মাধ্যমে লগইন করতে হবে।
৪. SBI ক্রেডিট কার্ড: আপনি যদি SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে অবশ্যই এই খবরটি জেনে নিন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ এপ্রিল, ২০২৪ থেকে ক্রেডিট কার্ডের নিয়মগুলিতে বড় পরিবর্তন আনছে। ১ এপ্রিলের পর গ্রাহকেরা রেন্ট পরিশোধ না করলে তিনি রিওয়ার্ড পয়েন্ট পাবেন না। এই পরিবর্তনটি ১ এপ্রিল থেকে কিছু ক্রেডিট কার্ডে এবং ১৫ এপ্রিল থেকে অন্যগুলিতে প্রযোজ্য হবে।
৫. নতুন কর ব্যবস্থা: জানিয়ে রাখি যে, ১ এপ্রিল, ২০২৪ থেকে নতুন কর ব্যবস্থা ডিফল্ট কর ব্যবস্থায় পরিণত হবে। এর মানে হল যে, আপনি যদি এখনও ট্যাক্স ফাইলিং পদ্ধতি বেছে না নেন, তাহলে আপনাকে নতুন ট্যাক্স ব্যবস্থার অধীনে স্বয়ংক্রিয়ভাবে ট্যাক্স ফাইল করতে হবে। উল্লেখ্য যে, ১ এপ্রিল, ২০২৩ থেকে আয়কর নিয়মে পরিবর্তন করা হয়েছিল। নতুন কর ব্যবস্থার অধীনে, ৭ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য বেতনভুক্ত কোনও আয়কর দিতে হবে না।
আরও পড়ুন: সঙ্কটের নেই শেষ! এবার খাদ্যদ্রব্যের বিপুল ঘাটতি মলদ্বীপে, বাড়ছে মুরগির দাম, মাথায় হাত জনতার
৬. EPFO-র নতুন নিয়ম: নতুন অর্থবর্ষে EPFO-তে বড়সড় পরিবর্তন হতে চলেছে। নতুন নিয়মে, আপনি চাকরি পরিবর্তন করলেও, আপনার পুরনো PF অটো মোডে ট্রান্সফার হবে। এর মানে হল যে, এখন আপনাকে চাকরি পরিবর্তনের জন্য PF অ্যামাউন্ট ট্রান্সফারের জন্য অনুরোধ করতে হবে না।
আরও পড়ুন: ভাঙল পুরনো রেকর্ড, মার্চে দেশে বিদেশি বিনিয়োগ ৩৮ হাজার কোটি! নয়া নজির ভারতের
৭. FASTag এর নতুন নিয়ম: আপনি যদি ব্যাঙ্ক থেকে আপনার গাড়ির ফাস্ট্যাগের KYC আপডেট না করে থাকেন, সেক্ষেত্রে ১ এপ্রিল থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি করুন। কারণ, ৩১ মার্চের পরে, KYC ছাড়া FASTag নিষ্ক্রিয় বা ব্যাঙ্ক ব্ল্যাক লিস্ট হয়ে যাবে। এমতাবস্থায়, FASTag-এ ব্যালেন্স থাকলেও সেটি দিয়ে পেমেন্ট করা যাবে না। ইতিমধ্যেই, NHAI RBI-এর নিয়ম অনুযায়ী FASTag-এর KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেছে।