Bollywood: সুখী পরিবারের কাছাখোলা অবস্থা, সবার সামনে কাদা ছোড়াছুড়িতে জড়িয়েছিলেন এই বলিউড তারকারা

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন বরাবরই আগ্রহের বিষয়বস্তু হয়ে থেকেছে আমজনতার। যাঁদের সবসময় ক্যামেরার সামনে দেখা যায়, ক্যামেরার পেছনে তাঁদের জীবনটা ঠিক কেমন, পরিবারের সদস্যদের মধ্যে তাঁদের সম্পর্কই বা কেমন সে সব কিছুই থাকে আতশকাঁচের তলায়। অনেকে ক্যামেরার সামনে সুখী পরিবারের অভিনয় করলেও আসলে চিত্রটি থাকে অন্যরকম। বলিউডে (Bollywood) এমন পারিবারিক কেলেঙ্কারির উদাহরণও কম নেই।

বলিউড (Bollywood) তারকাদের পারিবারিক কেচ্ছা

হৃতিক রোশন থেকে রণবীর কাপুর, বলিউডের (Bollywood) একাধিক অভিনেতা উঠে এসেছিলেন পারিবারিক কলহের জন্য। তাঁদের সুখী সাজানো পরিবারের ছবি এক নিমেষে ভেঙে গিয়েছিল বিতর্কের জন্য। তালিকায় রয়েছেন কারা কারা?

আরো পড়ুন : Farmer: সঙ্গীতপ্রেমী কেঁচো! গান শুনিয়েই চাষের কাজে বাজিমাত, কৃষকের কাণ্ডে হাঁ বিজ্ঞানীরা

হৃতিক রোশনের দিদি সুনয়না রোশন- বলিউডের (Bollywood) খ্যাতনামা পরিবার রোশন পরিবার। হৃতিক রোশন নিজের গ্রিক গড লুকসের জন্য জগৎবিখ্যাত হলেও তাঁর দিদি সুনয়না রোশনের কথা অনেকেই জানেন না। তবে ২০১৯ সালে হঠাৎ তিনি লাইমলাইটে উঠে আসেন পরিবারের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ করে। এক মুসলিম যুবককে ভালোবাসার জন্য বাবা রাকেশ রোশন তাঁর গায়ে তোলেন, এমনি অভিযোগ এনেছিলেন সুনয়না। বিষয়টি নিয়ে বেশ বিতর্ক হয়েছিল।

আমির খানের ভাই ফয়জল খান- বারে বারে ব্যক্তিগত জীবনের কারণে চর্চায় থেকেছেন আমির খান। এমনকি নিজের বাবার সঙ্গেও আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন তিনি। ভাই ফয়জল খানের কাস্টডি পাওয়ার জন্য বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। আইনি লড়াই চলেছিল বেশ কয়েক মাস। শেষে অভিনেতার বাবা ফের বিয়ে করতে ভাইয়ের কাস্টডি পেয়ে যান আমির।

আমিশা পটেলের বাবা- এক সময় বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেত্রী হলেও পরবর্তীকালে কেরিয়ারে চরম অবনতি হয়েছিল আমিশা পটেলের। সে সময়ে তিনি অভিযোগ করেছিলেন, তাঁর বাবা নাকি তাঁকে না জানিয়ে একটি বড় অঙ্কের টাকা ব্যবসার কাজে বিনিয়োগ করেন। এর জন্য নিজের বাবা মায়ের বিরুদ্ধে থানা পুলিশ করতেও ছাড়েননি আমিশা।

আরো পড়ুন : Rich Country: হাওয়ায় ওড়ে টাকা, এই দেশেই সবথেকে বেশি ধনকুবেরদের বাস, ভারত কত নম্বরে?

রণবীর কাপুর এবং ঋষি কাপুর- বাবা মায়ের ঝগড়ার কথা ফাঁস করে বিতর্ক উসকে দিয়েছিলেন রণবীর কাপুর। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, দিনের পর দিন তাঁর বাবা মায়ের মধ্যে ঝগড়া হত। ছোট রণবীর কিছু বলতে পারতেন না। তাঁদের ঝগড়া থামার অপেক্ষা করতেন সিঁড়িতে বসে।

Bollywood

গোবিন্দা এবং ক্রুষ্ণা অভিষেক- এই মামা ভাগ্নের মনোমালিন্য বিতর্ক চরমে তুলেছিল। ক্রুষ্ণার শোতে না গিয়ে অন্য শোতে নিজের ছবির প্রচারে যাওয়ায় সর্বসমক্ষে গোবিন্দাকে নিয়ে মুখ খুলেছিলেন ক্রুষ্ণা। এই বিতর্কের জল গড়িয়েছিল বহুদূর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর