এবার ভারতের সামনে দাঁড়াতে পারল না আমেরিকাও! ‘খেল’ দেখাচ্ছে এই দুই সংস্থা, ব্যাপারটা কী?

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের সবথেকে শক্তিধর রাষ্ট্র আমেরিকা (United States of America)। অর্থনৈতিক ক্ষেত্র থেকে প্রযুক্তি, সবকিছুতেই এক নম্বর তারা। বহু যুগ ধরেই মার্কিন কর্পোরেট সংস্থাগুলি গোটা বিশ্বে আধিপত্য দেখাচ্ছে। প্রচুর মার্কিন কর্পোরেট সংস্থা রয়েছে যাদের প্রধান ভারতীয়, তবে ভারতের (India) কর্পোরেট সংস্থাগুলি আমেরিকার থেকে অনেকটাই পিছিয়ে আর্থিক ক্ষেত্রে।

তবে এই চিরচরিত ফর্মুলা ভেঙে গেছে ২০২৩ সালে। দুটি ভারতীয় সংস্থা পিছনে ফেলে দিয়েছে আমেরিকা ও ইউরোপের নামকরা বহু সংস্থাকে। আন্তর্জাতিক বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা সম্পর্কে আজকের এই বিশেষ প্রতিবেদন। ২০২৩ সালে বিমান বরাত দেওয়ার ক্ষেত্রে আমেরিকার সংস্থাগুলিকে পিছনে ফেলে দিয়েছে ভারতের Indigo ও Air India।

আরোও পড়ুন : ‘কথা’র কথায় কুপোকাত জগদ্ধাত্রী! এক্কেবারে ভোলবদল TRP লিস্টের! ফার্স্ট পজিশনে আছেন কে?

Emirets, Qatar Airways-এর মতো বিশ্বের প্রভাবশালী বিমান পরিষেবা সংস্থাগুলিকে ভারতের এই দুই বিমান সংস্থা পিছনে ফেলে দিয়েছে নতুন বিমান বরাত দেওয়া ও আর্থিক মূল্যের অংকে। ভারতের ইন্ডিগো ও টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ২০২৩ সালে সৃষ্টি করেছে নতুন ইতিহাস।

আরোও পড়ুন : ৮০০ কেজি সোনা নিয়ে যাচ্ছিল ট্রাক, রাস্তায় গেল উল্টে! তারপর যা হল …

গত আর্থিকবর্ষে নতুন ৫০০টি বিমানের বরাত দিয়েছে ইন্ডিগো। অপরদিকে, ৪৭০টি নতুন বিমান বরাত দিয়েছে এয়ার ইন্ডিয়া। আমেরিকার বিখ্যাত বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা সাউথ-ওয়েস্ট এয়ারলাইন্স এই সময়কালে বরাত দিয়েছে ১৫৬ টি বিমান। সেক্ষেত্রে আমেরিকার এই সংস্থা রয়েছে তৃতীয় স্থানে।

Modi and Biden

একই সংখ্যক বিমান অর্ডার করে তালিকার চতুর্থ স্থান দখল করেছে সংযুক্ত আরব আমিরশাহির এমিরেটস।হিসেবে দেখা যাচ্ছে ভারতের দুই বিমান সংস্থা অন্যান্য সংস্থার থেকে তিনগুণ বেশি বিমান অর্ডার করেছে। ভারতের সংস্থাগুলি মূলত অর্ডার করেছে ড্রিমলাইনার গোত্রের ওয়াইড বডি বিমান। এই ধরনের বিমান যাত্রীদের নিরাপদে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর