এই দেশগুলির কোষাগারে মজুত রয়েছে সবথেকে বেশি পরিমাণে সোনা! তালিকায় ভারত কত নম্বরে?

বাংলা হান্ট ডেস্ক: আমরা প্রত্যেকেই জানি যে সোনা (Gold) হল অত্যন্ত মূল্যবান একটি ধাতু। পাশাপাশি, প্রতিদিনই সোনার দামে ঘটে পরিবর্তন। এমতাবস্থায়, যেকোনো দেশের আর্থিক পরিস্থিতি ভালো জায়গায় রাখার ক্ষেত্রে সেই দেশের কাছে কত সোনা মজুত রয়েছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য যে, এই বিষয়টির ক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে সেটি হল বিশ্বের কোন কোন দেশে সবথেকে বেশি সোনা মজুত রয়েছে? এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি। মূলত, এই তালিকায় প্রথমেই রয়েছে আমেরিকা। সেখানে গোল্ড রিজার্ভের পরিমাণ হল ৮,১৩৩ টন।

These countries have the largest amount of gold stored in their treasuries

এদিকে তালিকার ঠিক দ্বিতীয় স্থানেই রয়েছে জার্মানি। সেই দেশে মজুত রয়েছে ৩,৩৫৩ টন সোনা। অর্থাৎ, আমেরিকার তুলনায় জার্মানির গোল্ড রিজার্ভের পরিমাণ অনেকটাই কম। এছাড়াও, গোল্ড রিজার্ভের নিরিখে এই তালিকায় জার্মানির পরে রয়েছে ইতালি। অর্থাৎ, দেশটি এই পরিসংখ্যানে রয়েছে তৃতীয় স্থানে। ইতালিতে মোট ২,৪৫২ টন সোনা মজুত রয়েছে।

আরও পড়ুন: JRD টাটা রেজিউমে চাইতেই এই কাজটি করেছিলেন রতন! জানলে হয়ে যাবেন অবাক

এবারে আসি এই তালিকায় থাকা চতুর্থ দেশটির প্রসঙ্গে। যেখানে রয়েছে ফ্রান্স। ওই দেশের গোল্ড রিজার্ভের পরিমাণ হল ২,৪৩৭ টন। পাশাপাশি, তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। ওই দেশে মোট ২,৩৩০ টন সোনা মজুত রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: চিন্তা বাড়ল চিনের! ১৩,০০০ ফুট উচ্চতায় কড়া নজর রাখবে ভারত, তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা “টুইন টানেল”

ভারত রয়েছে এই স্থানে: গোল্ড রিজার্ভের পরিসংখ্যানের এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের পড়শি দেশ চিন। ওই দেশে মজুত রয়েছে ২,১১৩ টন সোনা। এবারে আসি ভারতের প্রসঙ্গে। গোল্ড রিজার্ভের নিরিখে ভারত রয়েছে নবম স্থানে। আমাদের দেশে মোট ৭৯৭ টন সোনা মজুত রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর