বাংলাহান্ট ডেস্ক : আধার কার্ড, প্যান কার্ডের পাশাপাশি রেশন কার্ড ভীষণ গুরুত্বপূর্ণ একটি নথি ভারতীয়দের জন্য। কিন্তু অনেকেরই রেশন কার্ড (Ration Card) বাতিল হতে দেখা যাচ্ছে। অনেকের ফোন নম্বরে ইতিমধ্যে রেশন কার্ড বাতিল হওয়ার মেসেজ এসে গিয়েছে। এই নিয়ে বেশ চিন্তায় পড়েছেন গ্রাহকরা।
কিন্তু হঠাৎ করে এত রেশন কার্ড কেন বাতিল হচ্ছে? ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে এরাজ্যে গত বছর পর্যন্ত রেশন কার্ড ব্লক করা হয়েছে প্রায় ১ কোটি ৬৬ লক্ষ। KYC প্রবলেম এর জন্যই সেই রেশন কার্ডগুলি বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সঠিকভাবে যদি KYC আপডেট করা না তাহলেই রেশন কার্ড ব্লক বা বাতিল করে দেওয়া হবে।
আরোও পড়ুন : শালবনীতে হচ্ছে না সৌরভের সাধের কারখানা! তাহলে কোথায় হবে? জানালেন খোদ মহারাজ
বর্তমানে রেশন তুলতে গেলে বায়োমেট্রিক প্রয়োজন। ই-কেওয়াইসি করা থাকলে তবেই রেশন তোলা যায়। কিন্তু পরিবারে যত জন সদস্য সকলেরই যদি ই-কেওয়াইসি করা থাকে তাহলে সুবিধা হয়। পরিবারের একজন সদস্যের সমস্যা হলে সে ক্ষেত্রে বাকিদের ই-কেওয়াইসি থাকলে তারা রেশন তুলতে পারবেন।
আরোও পড়ুন : তোলপাড় সন্দেশখালিতে! শাহজাহান বাহিনীর সাথে খন্ডযুদ্ধ মহিলাদের,রেখাদেরকে কুর্নিশ অমিত মালব্যর
খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, KYC-র (Know Your Customer) সঠিক প্রমাণ দিতে পারলে যেসব রেশন কার্ড ব্লক হয়ে গিয়েছে সেগুলি আনব্লক করা যাবে। বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে নিজের রেশন কার্ডের KYC আপডেট করুন। কিভাবে করবেন? সেই বিষয়েই আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল।
প্রথমে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ – এ ক্লিক করুন। সেখানে Ration Card অপশনের আন্ডারে “Check the status of your Ration Card” এ ক্লিক করুন।নিজের রেশন কার্ড নম্বর ও কোন ক্যাটাগরির কার্ড তা বেছে নিয়ে Captcha Code লিখুন। সার্চ অপশনে ক্লিক করুন। রেশন কার্ডের স্ট্যাটাস “Active” দেখালে সমস্যা নেই। যদি Deactivate দেখালে রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করতে হবে। খাদ্য দফতরের ওই পেজেই “Do E-KYC” অপশনে ক্লিক করুন। এবার “,Link Aadhaar with Deactivated/Newly Approved Cards” অপশনে ক্লিক করুন। নতুন যে পেজ ওপেন হবে সেখানে রেশন কার্ড নম্বর বসান এবং ক্যাটাগরি বেছে নিন। সার্চ অপশনে ক্লিক করুন। “Link Aadhaar and Mobile no” অপশনে ক্লিক করুন এবং “Send OTP” অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরে আসা OTP নির্দিষ্ট জায়গায় ইনপুট করে Submit করুন। আপনার সব তথ্য চেক করে “Verify and Submit” অপশন ক্লিক করলেই রেশন কার্ড Active হয়ে যাবে।