বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল নিজেদের সেরা ছন্দে রয়েছে। টি-টোয়েন্টি হোক কিংবা ওয়ানডে কিংবা টেস্ট প্রতিটি ক্ষেত্রেই শীর্ষস্থান দখল করেছে ভারতীয় দল। আর এই ভারতীয় দলকে বর্তমানে এগিয়ে নিয়ে যাচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মার মত সিনিয়র ক্রিকেটাররা। বিরাট, রোহিত সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। তবে বিরাট এবং রোহিত ছাড়াও ভারতীয় দলে এমন বেশ কয়েকজন জুনিয়ার ক্রিকেটার রয়েছেন যারা ভবিষ্যতে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন।
আসুন তাদের ব্যাপারে জেনে নেওয়া যাক:-
কে এল রাহুল:
2014 সালের টেস্ট ক্রিকেটে অভিষেক করার মধ্য দিয়ে ভারতীয় দলে প্রবেশ করেন কে এল রাহুল। বর্তমানে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে নিজের প্রতিভা দেখিয়ে যাচ্ছেন রাহুল। টেস্ট ক্রিকেটে নিয়মিত সদস্য না হলেও টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য। বিরাট- রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রাহুল। এছাড়াও আইপিএলে পাঞ্জাব কিংস দলকেও নেতৃত্ব দেন রাহুল। রাহুলের মধ্যে একজন ভালো ব্যাটসম্যান এর পাশাপাশি দক্ষ অধিনায়ক হওয়ার ক্ষমতা রয়েছে।
ঋষভ পন্থ:
23 বছর বয়সী ঋষভ পন্থ ভারতীয় ক্রিকেট দলের এক উজ্জ্বল নক্ষত্র। টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্য দিয়ে ভারতীয় দলে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে ওয়ানডে এবং টেস্ট দলের নিয়মিত সদস্য পন্থ। টেস্ট ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিং বারবার দলে জায়গা করে দিয়েছে পন্থের। এছাড়া ঋষভের অধিনায়কত্বও প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। আইপিএল 2021 এ দিল্লি ক্যাপিটালস এর নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের কারণে দলের বাইরে থাকায় অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন পন্থ। আটটি ম্যাচে ছ’টি-তে জয় এনে দিয়েছেন পন্থ। পন্থের অধিনায়কত্ব এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশংসা কুড়িয়েছে সকলের।
শ্রেয়স আইয়ার:
ভবিষ্যতে ভারতীয় দলের তারকা হয়ে ওঠার সমস্ত রকম ক্ষমতা রয়েছে শ্রেয়সের। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের জার্সি গায়ে নিয়মিত দুর্দান্ত প্রদর্শন করছেন শ্রেয়স। এছাড়া আইপিএলের অধিনায়ক হিসেবে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছেন তিনি। শ্রেয়স আইয়ার এর অধিনায়কত্বেই 2020 সালে প্রথমবারের জন্য আইপিএল ফাইনালে উঠেছে দিল্লি ক্যাপিটালস। ভবিষ্যতে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য শ্রেয়স আইয়ার যে অন্যতম পছন্দ হতে চলেছে তা বলাই বাহুল্য।