বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একজন ক্রিকেটার একজন ম্যাচ উইনার কিনা সেটা কিভাবে বোঝা সম্ভব? এর সবচেয়ে সহজ উত্তর হলো যে সেই ক্রিকেটার নিজের কেরিয়ারে কতবার ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন সেই সংখ্যা ঘাঁটলেই এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। আজ আমরা সব ফরম্যাট মিলিয়ে বিশ্ব ক্রিকেটে যারা সবচেয়ে বেশি ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন, এমন ৪ অবসর না নেওয়া ক্রিকেটারের নাম তুলে ধরছি আপনাদের সামনে।
ডেভিড ওয়ার্নার: এই অজি তারকা আশ্চর্যজনক ভাবে প্রতি ফরম্যাটেই একইরকম আগ্রাসী ব্যাটিং করে সমান সফলতা পেয়েছেন। যদিও কেরিয়ারের শেষপ্রান্তে পৌঁছে বৃহত্তর ফরম্যাটগুলিতে ব্যাটিংয়ের ক্ষেত্রে ওয়ার্নার অনেকটাই পরিনতিবোধের পরিচয় দিয়ে থাকে। তিনি সব ফরম্যাট মিলিয়ে নিজের কেরিয়ারে ৩৬ বার ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন।
রোহিত শর্মা: টেস্টে সুযোগ পেতে অনেক বেশি সময় লাগিয়ে ফেলেছেন। কিন্তু কেরিয়ার আরম্ভ হওয়ার পরে বেশ কয়েকবার ম্যাচের সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি। এছাড়া সীমিত ওভারের ক্রিকেটে তিনি বরাবরের তারকা। একাধিকবার ভারতীয় দলকে একার হাতে ম্যাচ জিতিয়েছেন তিনি। সব ফরম্যাট মিলিয়ে বর্তমান ভারতীয় অধিনায়ক ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন ৩৭ বার।
সাকিব আল হাসান: বাংলাদেশের সর্বকালের সেরা তারকা প্রতি ফরম্যাটেই একজন ম্যাচ উইনার। তিনি বহুদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের সেবা করে চলেছেন। তাদের ক্রিকেটের সিনিয়র দলের যা কিছু স্মরণীয় মুহূর্ত রয়েছে, তার বেশিরভাগের সঙ্গেই জড়িয়ে রয়েছেন সাকিব। সব ফরম্যাট মিলিয়ে তিনি ৪১ বার ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন।
বিরাট কোহলি: এই প্রজন্মের সেরা ব্যাটার। একটা সময় এমন ছিল যে তিন ফরম্যাটেই ৫০-এর ওপর গড় বজায় রাখতেন ভারতীয় তারকা। গত কয়েক বছর নিজের সেরা ছন্দে নেই, কিন্তু তাতেও এই নির্দিষ্ট সময়ে তার যা রেকর্ড, অনেক প্রতিভাবান ক্রিকেটার এমন রেকর্ডের অধিকারী হলে নিজেকে ভাগ্যবান ভাববেন। নিজের কেরিয়ারে সব ফরম্যাট মিলিয়ে মোট ৬৩ বার ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন।