বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্কের গ্রাহকদের কাছে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) হল অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটি অন্যতম লাভজনক মাধ্যম। এর ফলে ব্যাঙ্কের তরফে নির্দিষ্ট পরিমাণ সুদের হার পান গ্রাহকেরা। যেগুলির মাধ্যমে তাঁরা লাভবান হন। তবে, বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে সুদের হারেও তারতম্য পরিলক্ষিত হয়। যদিও, এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। জানা গিয়েছে ডিসিবি ব্যাঙ্ক (DCB Bank) এবার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হারে পরিবর্তন করেছে।
শুধু তাই নয়, ইতিমধ্যেই ডিসিবি ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে যে, এই নতুন সুদের হার গত ১১ অগাস্ট ২০২৩ তারিখ থেকে কার্যকর হয়েছে। এমতাবস্থায়, ওই ব্যাঙ্কটি তার গ্রাহকদের এখন ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৩.৭৫ শতাংশ থেকে শুরু করে ৮.৫০ শতাংশ সুদের হার প্রদান করছে। এছাড়াও, ব্যাঙ্কটি এখন সিনিয়র সিটিজেনদের জন্য সর্বোচ্চ ৮.৫০ শতাংশ হারে সুদের হার উপলব্ধ করছে বলেও জানা গিয়েছে।
ডিসিবি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার: বর্তমানে ডিসিবি ব্যাঙ্ক ৭ দিন থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের ওপর ৩.৭৫ শতাংশ সুদের হার প্রদান করছে। পাশাপাশি, ৪৬ দিন থেকে ৯০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হার ৪ শতাংশ। ৯১ দিন থেকে ৬ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে পাওয়া যাবে ৪.৭৫ শতাংশ সুদের হার। এদিকে, ৬ মাস থেকে ১০ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর উপলব্ধ হবে ৬.২৫ শতাংশ সুদের হার।
আরও পড়ুন: Axis Bank-এর গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! এবার FD-তে লাফিয়ে বৃদ্ধি পেল সুদের হার
পাশাপাশি, ১০ মাস থেকে ১২ মাসের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকেরা পাবেন ৭.২৫ শতাংশ সুদের হার। এদিকে, ১ বছরের ফিক্সড ডিপোজিট এবং ১২ থেকে ১৫ মাসের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও ৭.২৫ শতাংশ সুদের হার পাওয়া যাবে। তবে, ১৫ মাস থেকে ১৮ মাসের ফিক্সড ডিপোজিটের ওপর মিলবে ৭.৫৯ শতাংশ সুদের হার।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার এই কারণে ৪ টি ব্যাঙ্ককে বড় জরিমানা করল RBI, আপনার অ্যাকাউন্ট নেই তো?
এছাড়াও, ১৮ মাস থেকে ৭০০ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.৫০ শতাংশ, ৭০০ দিন থেকে ২ বছরের ক্ষেত্রে ৭.৭৫ শতাংশ, ২ বছর থেকে ৩ বছরের ক্ষেত্রে ৭.৭৫ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছরের FD-র ওপর ৭.৫০ শতাংশ এবং ৫ বছর থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকেরা ডিসিবি ব্যাঙ্কের কাছ থেকে ৭.২৫ শতাংশ সুদের হার পাবেন বলেও জানা গিয়েছে।