Ekchokho.com 🇮🇳

ফের সবাইকে চমকে দিল টাটা! এই সংস্থা গড়ল বিরাট নজির, মিলল বড় আপডেট

Updated on:

Updated on:

This company of the Tata Group has set a great precedent.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের গ্রিন এনার্জি সেক্টরের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি টাটা গ্রুপের (Tata Group) টাটা পাওয়ার রিনিউয়েবলস এনার্জি লিমিটেড এবার একটি বড় নজির গড়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি অর্থবর্ষের (২০২৫-২৬) এপ্রিল-জুন ত্রৈমাসিকে ওই সংস্থা রেকর্ড ৭৫২ মেগাওয়াট সৌর প্রকল্প চালু করেছে।

টাটা গ্রুপের (Tata Group) এই সংস্থা গড়ল বিরাট নজির:

এর পাশাপাশি, টাটা গ্রুপের (Tata Group) মোট পরিচালন ক্ষমতা ৫.৬ গিগাওয়াটে উন্নীত হয়েছে। এদিকে, টাটা পাওয়ারের শেয়ার বৃহস্পতিবার ৪০০ টাকায় পৌঁছে যায়। বৃহস্পতিবার এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে যে, টাটা পাওয়ার রিনিউয়েবলস আগের অর্থবর্ষের (২০২৪-২৫) একই ত্রৈমাসিকে মোট ৩৫৪ মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন ক্ষমতা যুক্ত করে। অর্থাৎ, চলতি অর্থবর্ষের জুন ত্রৈমাসিকে কোম্পানির মোট।রিনিউয়েবলস এনার্জি প্রোডাকশন ক্যাপাসিটি ১১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

This company of the Tata Group has set a great precedent.

বিস্তারিত: জানিয়ে রাখি যে, টাটা পাওয়ারের (Tata Group) সাবসিডিয়ারি কোম্পানি টাটা পাওয়ার রিনিউয়েবলস এনার্জি লিমিটেড জানিয়েছে, চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও ওই প্রকল্পগুলির সময়মত বাস্তবায়ন উন্নত ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া, সাপ্লাই চেন, প্রকল্প বাস্তবায়ন মডেল এবং শক্তিশালী বিক্রেতা অংশীদারিত্বের মতো কারণগুলির ফলে ঘটেছে।

আরও পড়ুন: কোটি কোটি গ্রাহক পাবেন স্বস্তি! PNB সহ এই ৩ ব্যাঙ্ক নিল বড় পদক্ষেপ

টাটা গ্রুপের (Tata Group) কোম্পানিটি জানিয়েছে যে, চলতি অর্থবর্ষের জুন ত্রৈমাসিকে প্রকল্পগুলি বাস্তবায়নের মাধ্যমে, মোট পরিচালন ক্ষমতা এখন ৫.৬ গিগাওয়াটে (এক গিগাওয়াট সমান ১,০০০ মেগাওয়াট) পৌঁছেছে। এর মধ্যে রয়েছে ৪.৬ গিগাওয়াট সৌরশক্তি এবং ১ গিগাওয়াট বায়ুশক্তি।

আরও পড়ুন: ভারতে iPhone 17-এর উৎপাদন হবে ব্যাহত? চিনের এই চালেই বাড়ছে চিন্তা

চলতি অর্থবর্ষে টাটা গ্রুপের কোম্পানিটি (Tata Group) ১.৭ গিগাওয়াট ক্ষমতার পাশাপাশি ১ গিগাওয়াট তৃতীয় পক্ষের প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে। টাটা পাওয়ার (Tata Power) ২০২৫-২৬ অর্থবর্ষের শেষ নাগাদ মোট ৭.৩ গিগাওয়াট পরিচালন ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্র নিয়েছে। যার মধ্যে রয়েছে ৫.৬ গিগাওয়াট সৌরশক্তি এবং ১.৭ গিগাওয়াট বায়ুশক্তি।