৭ বছর ধরে প্রতিদিন দোকানে আসে এই গরু! ভগবানের মতো শ্রদ্ধা করে বসার জন্য গদি বানালেন মালিক

বাংলা হান্ট ডেস্ক: মাঝেমধ্যেই এমন কিছু ঘটনার প্রসঙ্গ সামনে আসে যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সবার মন। সেই রেশ বজায় রেখেই এবার ছত্তিশগড় (Chattisgarh) থেকে ঠিক সেইরকমই এক বিষয় উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের সবথেকে বড় কাপড়ের বাজার রয়েছে পান্ডারিতে। সেখানে মহালক্ষ্মী ক্লথ মার্কেটের একটি দোকানে প্রতিদিন একটি গরু উপস্থিত হয়।

জানা গিয়েছে, ওই দোকানটি পদম ডাকলিয়া নামের এক ব্যক্তির। পদম জানান, সাত বছর আগে তিনি ধনতেরাসের দিন দোকানে পুজো করছিলেন। সেই সময়ে এই গরু তাঁর দোকানে পৌঁছে যায়। পদম হলেন একজন গোভক্ত। এমতাবস্থায়, প্রতিদিনই তাঁর শাড়ির শোরুমে ওই গরুটি এসে উপস্থিত হয়।

শুধু তাই নয়, গরুটি দোকানের দরজা ঠিকমতো খুলে, তারপর ভেতরে এসে তার জন্য রাখা গদিতে বসে থাকে বলেও জানা গিয়েছে। কিছুক্ষণ বসে থাকার পর গরুটি নিজে থেকেই উঠে বাইরে চলে যায়। গত সাত বছর ধরে ঠিক এই একই ঘটনা ঘটে আসছে।

আরও পড়ুন: ভুলে যান ডেবিট কার্ড, ভারতে লঞ্চ হল প্রথম UPI ভিত্তিক ATM! ভাইরাল ভিডিও করবে অবাক

দোকানের বাইরে দাঁড়িয়ে থাকে বাছুর: জানা গিয়েছে, ২০১৬ সাল থেকে গরুটি ওইভাবে দোকানে আসে। শোরুমের লোকজন ওই গরুকে চন্দ্রমণি বলে ডাকে। পাশাপাশি, তার বাছুর চন্দ্রভানও তার সাথে প্রতিদিন আসে। কিন্তু সে বাইরে থাকে এবং তার মায়ের জন্য অপেক্ষা করে। বাছুরটি কখনোই দোকানে প্রবেশ করেনি।

আরও পড়ুন: LPG-র পর কবে সস্তা হচ্ছে পেট্রল-ডিজেল? পেট্রোলিয়াম মন্ত্রীর ঘোষণা জেনে খুশি হয়ে যাবেন

আপেল খেতে পছন্দ করে গরুটি: এই প্রসঙ্গে শাড়ির শোরুমের মালিক পদম ডাকলিয়া জানান, গরুটি আপেল এত পছন্দ করে যে সবাই একে আপেল গরুও বলে। ভারতে গরুকে মা নামে ডাকা হয়। এটা তাঁর সৌভাগ্য যে তার দোকানে প্রতিদিন গোমাতা আসে। তাই, তাঁরা সেবা করার সুযোগ পান। তিনি আরও বলেন, গরুকে শুধু দুধের জন্যই উপযোগী মনে করা হয় না, বরং গোমূত্র, গোবর এবং এর ইতিবাচক শক্তিরও অনেক গুরুত্ব রয়েছে।

This cow comes to the shop every day for 7 years

গরুর মূত্র নিয়ে বিজ্ঞানীদের গবেষণা: তিনি জানান, তিনি নিজে একটি গোশালা চালান। শুধু দুধ দেওয়ার জন্য গোয়ালঘরে গরুকে রাখা হয় না। তিনি গরুর মূত্র শুদ্ধ করার জন্য বিজ্ঞানীদের সহায়তাও নিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর