বাংলা হান্ট ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের (International Cricket) মঞ্চে নতুন কোনো রেকর্ড হওয়া মানেই সেখানে উঠে আসে ভারতের বিধ্বংসী ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাদের (Rohit Sharma) নাম। কারণ, রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার বিষয়ে এই ভারতীয় ক্রিকেটাররা রীতিমতো সিদ্ধহস্ত। তবে, এবার আন্তর্জাতিক T20 ক্রিকেটে এমন এক নজির তৈরি হয়েছে যেটি এতদিনের কেরিয়ারে গড়তে পারেননি কোহলি-রোহিতরা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আয়ারল্যান্ডের একজন ক্রিকেটার এই বিশেষ নজিরের অধিকারী হয়েছেন।
এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, তিনি ঠিক কোন রেকর্ড তৈরি করেছেন? বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গেই বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। প্রথমেই জানিয়ে রাখি যে, আন্তর্জাতিক T20 ক্রিকেটের মঞ্চে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে সর্বোচ্চ চার মারার রেকর্ড গড়েছেন ওই খেলোয়াড়। T20-তে এই প্রথম কোনো খেলোয়াড় ৪০০ টি চার মারার নজির গড়তে পেরেছেন। আর যিনি এই রেকর্ড তৈরি করেছেন তিনি হলেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে খেলা হচ্ছে T20 সিরিজ। যেটির প্রথম ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করেছে আয়ারল্যান্ড। গত শুক্রবার সম্পন্ন হওয়া এই ম্যাচে টসে জিতে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। যদিও, তাঁর এই সিদ্ধান্ত পরবর্তী কালে ভুল প্রমাণিত হয়। কারণ, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রীতিমতো ভেঙে পড়ে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ। এমতাবস্থায়, খুব সহজেই জিতে যায় আয়ারল্যান্ড।
আরও পড়ুন: হাওড়া থেকে বাঁকুড়া এক ট্রেনেই, মসাগ্রাম লাইন নিয়ে বড় আপডেট দিল রেল, খুশি যাত্রীরা
এদিকে, ওই সিরিজের প্রথম T20 ম্যাচে আয়ারল্যান্ড আফগানিস্তানকে ৩৮ রানে হারিয়েছে। মূলত, প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড করে ১৪৯ রান। যেটির জবাবে ১১১ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। যদিও এই ম্যাচটিতেই আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের হাত ধরে তৈরি হয় সর্বকালীন এক রেকর্ড। ওই ম্যাচে ২৭ বলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ২৫ রান করেন পল। আর তার ওপর ভর করেই পল T20 ক্রিকেটে ৪০০ টি বাউন্ডারি মারার মাইলফলক স্পর্শ করে ফেলেছেন।
আরও পড়ুন: স্নাতকের পরেই মিলবে ৭০ হাজারের বেতন! দুর্দান্ত সুযোগ দিচ্ছে SBI, এইভাবে করুন আবেদন
এমতাবস্থায়, T20-তে এই প্রথম কোনো খেলোয়াড় ৪০০ টি চার মারার নজির গড়েছেন। এদিকে, T20 ক্রিকেটে সব থেকে বেশি চার মারার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। তিনি T20 ক্রিকেটে ৩৯৫ টি চার মেরেছেন। পাশাপাশি, তালিকায় তৃতীয় স্থানে এবং চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি (৩৬১ টি) ও রোহিত শর্মা (৩৫৯ টি)।