বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে সব থেকে বেশি আলোচনায় রয়েছেন দেশের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এটাই উচিত কারণ ওনারা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন। সেই কারণে তাদের নিয়ে আলোচনাও চলছে বিভিন্ন প্লাটফর্মে। ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের নিয়ে আলাপ-আলোচনা চলছে তাদেরকে সম্মান জানানো হচ্ছে। তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ডাক্তার স্বাস্থ্য কর্মী ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের আরো বেশ কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের সাধ্য মতো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছেন।
কিন্তু সেই সমস্ত মানুষদের কথা আমরা জানতেও পারছি না। বিশ্বের কোন মিডিয়া সেই সমস্ত মানুষদের খবর দেখাচ্ছেন না। তবে এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ এমনই একজন মানুষের কথা তুলে ধরলেন যিনি দেশের এই কঠিন পরিস্থিতিতে নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে যার অবদান কোন অংশে কম নয়।
ইচে লাইবি ওনাম নামে ইম্ফলে একজন মহিলা আটো ড্রাইভার আছেন যিনি তার জীবিকা নির্বাহ করেন আটো চালিয়েই। মার্চ মাসের একটি ঘটনা যখন সারা দেশজুড়ে চরম পর্যায়ে লকডাউন চলছিল সেই সময় একজন নার্স রোগীদের সেবা করতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েন। শেষমেষ তিনি সুস্থ হয়ে ওঠেন তবে সুস্থ হয়ে তিনি নিজের বাড়ি ফিরতে চান সেই সময় তিনি অনেক মানুষকে আবেদন করলেও কেউ তাকে বাড়ি পৌঁছে দিতে রাজি হয়নি। কারণ সেই সময় কোন যানবাহন চলছিল না। তখন ইচে লাইবি ওনাম নামের ওই মহিলা আটো চালক 140 কিলোমিটার পথ অটো চালিয়ে উনাকে বাড়ি পৌঁছে দেন। বাড়ি ফিরে ইচের কথা তিনি সবাইকে বলেন। এইরকম একটি দুঃসাহসিক কাজ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর্থিক পুরস্কার পেয়েছেন ইচে লাইবি ওনাম। এবার দেশের সকল স্তরের মানুষের কাছে সেই মহিলা ড্রাইভার এর কথা তুলে ধরলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লাক্সন।