বাংলা হান্ট ডেস্ক :- ঘটনাটি শুনতে অদ্ভুত লাগলেও এটিই সত্যি। বছর ২০র সুমন এমনটি সত্যি প্রমাণ করে দেখালো।
সাঁওতালদিঘির সুমন এ বছরই কলকাতা ইউনিভার্সিটি র স্নাতক স্তরে ভর্তি হয়েছিলো এবং স্বভাবতই কলকাতা তে আসায় তার কলেজে অনেক বন্ধু হয়েছিলো। তাদের সাথেই জীবনের প্রথমে তার নিজের গন্ডিই ছেড়ে সুমন ভেবেছিলো পাড়ি দেবে পাহাড়ে। কিন্ত পাহাড় এখন স্বপ্নই রয়ে গেলো হয়তো চিরঘুমের মধ্য দিয়েই সুমন পাহাড় প্রদক্ষিণ করবে।
আগামী জুন মাসে সুমনের দ্বিতীয় সেমিস্টার ছিলো কলেজে। প্রথম সেমিস্টারে যথেষ্ট ভালো ফল করেছে সে। তাই দ্বিতীয় সেমিস্টার এর পর কলেজের সব বন্ধুরা মিলে যাওয়ার কথা ছিলো সিকিমে। তবে গতকাল একটি বন্ধুর ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে প্ল্যান ক্যানসেল হয়ে গেলো আজ সকালে তার মেস থেকে পাওয়া যায় তার ঝুলন্ত দেহ।
একটি চিঠিতে লেখা ছিলো-“তোরা এভাবে আমার স্বপ্ন গুলো ভেঙে দিবি ভাবিনি। পরের ট্রিপ গুলো আমার কথা মাথায় রেখে করিস। ভাল থাকিস। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়”।