Jio-Airtel-Vi ব্যবহারকারীরা হন সাবধান! বিপদে ৭৫ কোটিরও বেশি মানুষ, তালিকায় আপনি নেই তো?

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পরে রীতিমতো ঘুম উড়ে যেতে পারে আপনার। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বর্তমানে ৭৫ কোটি টেলিকম গ্রাহক বিপদে রয়েছেন। কারণ, ইতিমধ্যেই তাঁদের তথ্য ফাঁস হয়েছে ডার্ক ওয়েবে (Dark Web)। এমতাবস্থায়, যেটা সবথেকে চিন্তার বিষয় হল ওই ৭৫ কোটি টেলিকম গ্রাহকদের মধ্যে আপনি নেই তো?

উল্লেখ্য যে, সাইবার সিকিউরিটি ফার্ম CloudSEK তার একটি রিপোর্টে তুমুল চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে যে, ভারতের ৭৫০ মিলিয়ন মানুষের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। শুধু তাই নয়, সেখানে সেগুলি খুব কম দামে বিক্রিও হচ্ছে। এই ব্রিচের মধ্যে গ্রাহকদের নাম সহ তাঁদের মোবাইল নম্বর, ঠিকানা এবং আধার কার্ডের বিবরণের মতো ডেটাও অন্তর্ভুক্ত রয়েছে।

কত টাকায় বিক্রি হচ্ছে ডেটা: তথ্য অনুযায়ী, গবেষণাতে ফাঁস হওয়া তথ্যগুলিকে একেবারেই সঠিক হিসেবে পাওয়া গেছে। যখন সেগুলি পরীক্ষা করা হয়েছিল, তখন সেখানে উপলব্ধ যোগাযোগ নম্বর এবং আধারের বিবরণ সম্পূর্ণ ভ্যালিড অর্থাৎ বৈধ ছিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল যে, কেউ চাইলে ডার্ক ওয়েবে থাকা ৭৫ কোটিরও বেশি ব্যবহারকারীর বিবরণ মাত্র ৩,০০০ ডলার অর্থাৎ প্রায় ২.৫ লক্ষ টাকায় কিনতে পারেন।

This is why Jio-Airtel-Vi users beware now

সবথেকে বড় ডেটা লিক: বলা হচ্ছে যে এই ফাঁস হওয়া ডেটাতে ভারতীয় জনসংখ্যার ৮৫ শতাংশ অন্তর্ভুক্ত রয়েছে। এমতাবস্থায়, এটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ডেটা ফাঁসের ঘটনাগুলির মধ্যে একটি। ফাঁস হওয়া ডেটাতে, ডার্ক ওয়েবে ৬০০ GB থেকে ১.৮ TB পর্যন্ত ডেটা দেখা গেছে। যার জেরে এখন বড় বিপদে পড়েছেন কোটি কোটি ব্যবহারকারী।

আরও পড়ুন: “রাম আমাদের সবার পূর্বপুরুষ”, ১৫০ কিমি হেঁটে রামলালাকে দর্শন করলেন ৩৫০ জন মুসলিম ভক্ত

আপনার তথ্য ফাঁস হয়েছে কি না কিভাবে জানবেন: এমন পরিস্থিতিতে সকলেই জানতে চাইবেন যে তাঁদের ডেটা ফাঁস হয়েছে কি না? জানিয়ে রাখি যে, এটি জানার একটি খুব সহজ উপায় রয়েছে। আপনি Google টুলের মাধ্যমে বিনামূল্যে এটি খুঁজে পেতে পারেন। সেজন্য আপনাকে নিম্নলিখিত বিষয়গুলি মাথায় রাখতে হবে:

আরও পড়ুন: “মোদী ও ভারতীয়দের কাছে ক্ষমা চান”, সরব হলেন মালদ্বীপের বিরোধী নেতা, বিরাট চাপে মুইজ্জু

১. এর জন্য আপনাকে প্রথমে https://one.google.com/-এ যেতে হবে।
২. সেখানে আপনাকে ওপরের বাম দিকে থাকা “বেনিফিট” অপশনে ক্লিক করতে হবে।
৩. সেখানে স্ক্রল করলেই আপনি “Monitor the dark web” নামে একটি অপশন দেখতে পাবেন।
৪. এরপর আপনাকে ওই অপশনের “View details”-এ যেতে হবে।
৫ সেখানে আপনাকে “Try a dark web scan at no change” অপশনটি সিলেক্ট করে স্ক্যান করতে হবে।
৬. তারপরেই আপনি জানতে পারবেন যে, আপনার ডেটা ফাঁস হয়েছে কি না।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর