২০২৪ এর সবথেকে “বিতর্কিত” মুখ, লম্বা গ্যাপের পর স্টার জলসার মেগায় ফিরছেন নায়িকা

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : নতুন নতুন সিরিয়াল (Serial) আনার ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল হচ্ছে বিভিন্ন চ্যানেলগুলি। স্টার জলসাতেও বড়সড় কিছু বদল হতে চলেছে। কিছু সিরিয়ালের স্লট পরিবর্তন হয়েছে। পাকাপাকিভাবে দাঁড়িও পড়তে চলেছে একটি ধারাবাহিকের (Serial) গল্পে। সেই সঙ্গে চ্যানেলে জায়গা করে নিতে চলেছে নতুন সিরিয়াল।

স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল (Serial)

আগামী সপ্তাহ থেকেই স্টার জলসায় পথচলা শুরু করছে ‘পরশুরাম আজকের নায়ক’। আগামী ১০ ই মার্চ থেকে রাত আটটার স্লটে সম্প্রচারিত হবে এই সিরিয়াল (Serial)। তবে শুধু এই একটি সিরিয়াল নয়। চ্যানেলে শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে আরো একটি নামী প্রোডাকশনের ধারাবাহিক। আর সেই আসন্ন সিরিয়াল (Serial) নিয়েই এবার একের পর এক তথ্য সামনে আসছে।

This popular actress is returning to serial

ফিরছেন জনপ্রিয় নায়িকা: ক্রেজি আইডিয়াজ খুব শীঘ্রই নতুন সিরিয়াল (Serial) আনতে চলেছে বলে খবর। স্টার জলসাতেই আসতে চলেছে সিরিয়ালটি। আর এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘদিন পর ছোটপর্দায় (Serial) ফিরছেন চর্চিত নায়িকা, যিনি গত বছর একটানা ছিলেন লাইমলাইটে। আর এবার নতুন বছরে কাজে ফেরার সুখবর জানালেন তিনি।

আরো পড়ুন : ১০০০ পর্ব ছুঁতে আর কয়েক কদম, ৩ বছর পূরণ করে “জব্বর” সুখবর জলসার সিরিয়ালে!

কাজে ফেরার সুখবর: তিনি শ্রীময়ী চট্টরাজ। ২০২৪ এর শুরু থেকে শেষ পর্যন্ত লাইমলাইট নিজের উপরেই ধরে রেখেছিলেন তিনি। কাঞ্চন মল্লিককে (Serial) বিয়ে, কয়েক মাস কাটতে না কাটতে একই বছরে সন্তান জন্ম দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। এখন অবশ্য বিতর্ক কিছুটা ঝিমিয়েছে। আর এখনি কাজে ফেরার খবর দিলেন শ্রীময়ী। জলসার এই আসন্ন সিরিয়ালে (Serial) এক মায়ের চরিত্রে তাঁকে দেখা যাবে বলে খবর।

আরো পড়ুন : সিরিয়াল থেকে গায়েব, এবার চুপিসারে বিয়ে সেরে ফেললেন জি বাংলার নায়ক!

যেমনটা জানা যাচ্ছে, ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে এই সিরিয়াল (Serial), যেখানে মুখ্য চরিত্রে থাকছেন দুই নায়ক অভিষেক বীর শর্মা এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নায়িকা হিসেবে দেখা যেতে পারে অভিনেত্রী দিয়া বসুকে। সিরিয়ালের (Serial) সম্ভাব্য নাম হতে পারে ‘বুলেট সরোজিনী’।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X