ফিকে পড়বে বলিউডি বিয়েও, বৃন্দাবনে রাজকীয় আসর, রাশিয়ান প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন টেলি নায়ক

বাংলাহান্ট ডেস্ক : শ্বেতা-রুবেলের বিয়ে নিয়ে যখন টেলিপাড়ায় মাতামাতি তুঙ্গে, তখনই বৃন্দাবনে চুপিসারে গাঁটছড়া বাঁধলেন আরেক জনপ্রিয় টেলি অভিনেতা (Serial Actor)। কৃষ্ণধামে রাজকীয় ভাবে রাশিয়ান প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নায়ক। তাঁদের বিয়ের ছবি, ভিডিও ভাইরাল হতেই চোখ কপালে উঠেছে নেট জনতার।

বৃন্দাবনে বিয়ে সারলেন জনপ্রিয় সিরিয়ালের অভিনেতা (Serial Actor)

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা (Serial Actor) গৌরব মণ্ডল। যদিও দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে কার্যত ‘লাপাতা’ তিনি। বরং প্রেম জীবনের জেরেই এখন বেশি সংবাদ শিরোনামে থাকেন গৌরব। কিছুদিন আগেই রাশিয়ান সুন্দরীর সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। এবার বৃন্দাবন নামেই বসল বিয়ের আসর, যার জাঁকজমক হার মানিয়ে দেবে বলিউডি বিয়েকেও।

This popular serial actor got married in vrindavan

সাজে হার মানবে বলিউডি বিয়েও: দীর্ঘদিন ধরেই চিন্তামণি ডায়ানার সঙ্গে সম্পর্কে আবদ্ধ গৌরব। বছর দুই আগে সেরেছেন আংটি বদল। ১৯ শে জানুয়ারি, রবিবার কৃষ্ণধামে শ্রী রং জি মন্দিরে চার হাত এক হল গৌরব চিন্তামণির। সর্বাঙ্গে কারুকাজ করা মেরুন রঙা লেহেঙ্গায় সেজেছিলেন চিন্তামণি ডায়ানা। সঙ্গে জড়োয়ার গয়না, হাতে শাঁখা পলা। একই রকম রং এবং কারুকাজ করা শেরওয়ানিতে দেখা গেল গৌরবকে।

আরো পড়ুন : একসঙ্গে ঝাঁপ বন্ধ দুই সিরিয়ালের! দর্শকদের দাবিতে চূড়ান্ত সিদ্ধান্ত জি বাংলার

কী বলছেন নেটিজেনরা: বলিউডি ধরণে ওড়নায় মুখ ঢেকে বিয়ের আসরে গৌরবের (Serial Actor) দিকে এগিয়ে আসতে দেখা যায় চিন্তামণিকে। পুষ্পবৃষ্টির মধ্যে বিয়ে সম্পূর্ণ হয় তাঁদের। গৌরব চিন্তামণির বিয়ের ছবি, ভিডিও দেখে কার্যত চমকিত নেটিজেনরা। নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই কমেন্ট করেছেন, হেভিওয়েট বলিউডি বিয়েকেও ছাপিয়ে যাবে গৌরব চিন্তামণির বিয়ের অনুষ্ঠান।

আরো পড়ুন : টেকেনি ৯ বছরের দীর্ঘ প্রেম, রুবেলের স্ত্রী হওয়ার আগে শ্বেতার প্রেমিক কে ছিল জানেন?

প্রসঙ্গত, জন্মসূত্রে রাশিয়ান হলেও চিন্তামণির বাবা মা ইসকনের সঙ্গে যুক্ত। তিনি নিজেও ইসকনের সঙ্গে যুক্ত। ছোট থেকেই কৃষ্ণপ্রেম তাঁর জীবনের সঙ্গে যুক্ত। অন্যদিকে গৌরবের কথা বললে, এর আগে অভিনেত্রী জ্যাসমিন রায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে সেসব বহুদিনই সেসব চুকেবুকে গিয়েছে। এখন চিন্তামণির সঙ্গে নতুন জীবন শুরু করলেন গৌরব।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর