বাংলাহান্ট ডেস্ক : স্টার জলসায় নতুন সিরিয়াল (Serial) শুরুর ধুম লেগেছে। কয়েকটি নতুন ধারাবাহিক পথচলা শুরু করেছে, আরও একগুচ্ছ নতুন গল্পের সূচনা হতে চলেছে। তার মধ্যে অন্যতম ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। আর এই সিরিয়ালের (Serial) হাত ধরেই ছোটপর্দায় ফিরতে চলেছেন স্বস্তিকা দত্ত। প্রথম ঝলক দর্শক মহলে সাড়া ফেলার সঙ্গে সঙ্গে আরও একটি প্রশ্ন উঠেছে গিয়েছে।
স্টার জলসায় সিরিয়ালের (Serial) রদবদল
স্টার জলসায় পরপর বেশ কিছু রদবদল হতে চলেছে। আগামীতে একগুচ্ছ নতুন ধারাবাহিক (Serial) শুরু হওয়ার অপেক্ষা রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কোন স্লটে আসবে এই সিরিয়ালগুলি? এতগুলি ধারাবাহিককে জায়গা করে দিতে কি অন্য কোনও সিরিয়ালকে (Serial) শেষ করে দেওয়া হবে?
কোন সিরিয়াল শেষ হচ্ছে: টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, সম্ভাব্য শেষ হতে চলা সিরিয়ালের (Serial) তালিকায় একেবারে প্রথম দিকেই রয়েছে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকটি। ভিন্ন ধরণের গল্প নিয়ে শুরু হওয়া সিরিয়ালটি (Serial) প্রথম থেকেই বিভিন্ন কারণে চর্চায় উঠে এসেছিল।
আরও পড়ুন : দিঘা পর্যন্ত স্পেশ্যাল ট্রেন, বন্দে ভারতে কোচ সংখ্যা বৃদ্ধি, দিওয়ালিতে রেলের ধামাকা
কোন স্লটে নতুন মেগা: বর্তমানে টিআরপি তালিকায় জায়গা করতে পারলেও আগের সেই জনপ্রিয়তা অনেকটাই উবে গিয়েছে। তাই গুঞ্জন বলছে, সম্ভবত এই ধারাবাহিকের (Serial) উপরেই পড়তে পারে কোপ। সম্ভবত রাত সাড়ে আটটায় জায়গা পেতে পারে স্বস্তিকার নতুন সিরিয়ালটি। এখন ওই স্লটেই সম্প্রচারিত হচ্ছে গৃহপ্রবেশ। তবে কি গৃহপ্রবেশ শেষ হয়ে যাবে নাকি স্লটবদল হবে ধারাবাহিকের (Serial)? দর্শক মহলে প্রশ্ন থাকলেও মেলেনি উত্তর।
আরও পড়ুন : ‘মহাভারত’এও আধুনিকতার ছোঁয়া, টেলিভিশনে প্রথম বার AI নির্ভর মহাকাব্য! কখন কোথায় দেখা যাবে?
প্রসঙ্গত, স্নেহাশিস চক্রবর্তীর এই নতুন ধারাবাহিক (Serial) আবারও এক সমাজ বদলের গল্প বলবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে শুটিংও শুরু হয়েছে বলে খবর। এই সিরিয়ালের হাত ধরে আট বছর পর স্টার জলসায় ফিরছেন স্বস্তিকা। মাঝে সিনেমা, সিরিজের কারণে টেলিভিশন থেকে বিরতি নিয়েছিলেন তিনি। তবে ভালো চরিত্র পেতেই আবার তিনি সিরিয়ালে ফিরছেন বলে খবর। এছাড়াও অপর একটি ধারাবাহিকে ফের জুটি বাঁধতে চলেছেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়।