বাংলাহান্ট ডেস্ক : শুরুর অপেক্ষায় রয়েছে একগুচ্ছ সিরিয়াল (Serial)। বিভিন্ন চ্যানেলে প্রায় চার পাঁচটি ধারাবাহিক শুরু হতে চলেছে আগামী কয়েক মাসে। এর মধ্যে কিছু সিরিয়ালের প্রোমোও হয়ে গিয়েছে অন এয়ার। সেই সমস্ত সিরিয়ালের (Serial) গল্প নিয়ে আগ্রহ জাগতে শুরু করেছে দর্শক মহলে। এবার শুরুর আগেই একটি বড় নজির তৈরি করল বাংলা সেরা সিরিয়ালের প্রযোজনা সংস্থা।
শুরুর আগেই নজির এই সিরিয়ালের (Serial)
সান বাংলায় খুব শিগগিরই শুরু হতে চলেছে ‘শোলক সারি’। একথা তো এতদিনে সকলেই জেনে গিয়েছেন। প্রকাশ্যে এসেছে আসন্ন ধারাবাহিকের (Serial) প্রোমো। এবার একটি বড় খবর জানা গেল এই মেগার বিষয়ে। শুরু হওয়ার আগেই কার্যত নজির গড়েন সিরিয়ালের (Serial) প্রোডাকশন হাউজ ‘ব্লুজ প্রোডাকশন’। বা বলা ভাল এই সংস্থার কর্ণধার স্নেহাশিস চক্রবর্তীর ছেলে রূপস্নাত চক্রবর্তী।
বাবাকে গর্বিত করেছেন রূপস্নাত: বাবার দেখানো পথের হাঁটলেন বছর ১৭ র রূপস্নাত। আগামীতে আইএসসি পরীক্ষা দিতে চলেছেন তিনি। তার আগেই বাবার প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক (Serial) ‘শোলক সারি’র জন্য গান লিখলেন রূপস্নাত। শুধু তাই নয়, অক্লান্ত পরিশ্রম করে সেই গান বাবা স্নেহাশিসকে পছন্দ করিয়ে ছেড়েছেন তিনি।
আরো পড়ুন : দর্শক ফেরাতে চ্যানেলের “ট্রাম্প কার্ড”, জলসার সিরিয়ালে এন্ট্রি নিলেন নতুন নায়িকা!
কী জানালেন রূপস্নাত: রূপস্নাত জানান, তাঁর বাবার কিছুতেই গানের কথা পছন্দ হচ্ছিল না। কিন্তু যতবার তিনি ‘না’ বলেছেন, ততবার নতুন করে লিখেছেন রূপস্নাত। একসময় স্নেহাশিস ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছিলেন। কিন্তু ছেলে ঠিকই বাবাকে গান পছন্দ করিয়েছেন শেষমেষ।
আরো পড়ুন : TRP তালিকায় বিরাট ধাক্কা, একসঙ্গে বন্ধের মুখে দুই চ্যানেলের তিনটি মেগা!
স্নেহাশিস জায়া রূপসা চক্রবর্তীও জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে (Serial) কাজ করছেন তিনি। ছেলের গর্বে গর্বিত মা বলেন, কাজের ক্ষেত্রে স্নেহাশিস কখনোই কম্প্রোমাইজ করেন না। কিন্তু রূপস্নাত হাল ছাড়েননি, লেখা চালিয়ে গিয়েছেন। রূপসা চান, ছেলের পরীক্ষার পর বাবার সঙ্গে সেও কাজ করুক। উল্লেখ্য ড় স্নেহাশিস নিজেও একাধিক মেগার গান লিখেছেন। এবার ছেলের হাঁটলেন তাঁর দেখানো পথে।