এক দশক পেরিয়ে ফের ছোটপর্দায়, জলসার সিরিয়ালে কামব্যাক TRP টপার নায়িকার!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় সারাক্ষণই কোনও না কোনও চমক লেগেই রয়েছে। পুজোর আগে একগুচ্ছ ধারাবাহিক (Serial) শেষ হয়ে নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে। আর সেইসব সিরিয়ালে আবারও কামব্যাক করতে দেখা যাচ্ছে একসময়ের জনপ্রিয় অভিনেত্রীদের, যাঁরা দীর্ঘদিন দূরে ছিলেন টেলিভিশন থেকে।

স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল (Serial)

সম্প্রতি জি বাংলা এবং স্টার জলসা, দুই চ্যানেলেই একাধিক নতুন সিরিয়াল (Serial) শুরু হয়েছে। ‘লক্ষ্মী ঝাঁপি’র হাত ধরে বহুদিন পর ছোটপর্দায় অভিনয়ে ফিরেছেন সৌরভ চক্রবর্তী। আবার একই চ্যানেলে ‘ভোলেবাবা পার করেগা’ সিরিয়ালে (Serial) কামব্যাক করছেন মধুমিতা সরকার। এবার আরও এক নামী অভিনেত্রীর নতুন সিরিয়ালের (Serial) প্রোমো এল প্রকাশ্যে।

This serial promo released in star jalsha

দীর্ঘদিন পর কামব্যাক: এর আগেই জানা গিয়েছিল, ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী রণিতা দাস। ‘বাহামণি’ চরিত্রে আপামর দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে মাঝে ছোটপর্দার (Serial) থেকে দূরত্ব বাড়িয়েছিলেন রণিতা। সিনেমা এবং সিরিজেই বেশি দেখা যাচ্ছিল তাঁকে। তবে বেশ কিছুদিন ধরে তাঁর কামব্যাকের জল্পনা চললেও এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তিনি। অবশেষে সামনে এল প্রথম প্রোমো।

আরও পড়ুন : পাঁচ দশকে জন্ম-মৃত্যুহারে অস্বাভাবিক পরিবর্তন! দেশের জনসংখ্যা নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

কী দেখা গেল প্রোমোতে: রণিতার আসন্ন সিরিয়ালের (Serial) নাম ‘ও মোর দরদিয়া’। সিরিয়ালে একজন নিম্নবিত্ত গৃহবধূর চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর অসৎ, প্রতারক স্বামীর ভূমিকায় রয়েছেন ফাহিম মির্জা। তবে জল্পনা সত্যি করে ধারাবাহিকের (Serial) নায়কের ভূমিকায় দেখা যাবে বিশ্বজিৎ ঘোষকে। প্রোমোতে দেখা যায়, অন্তঃসত্ত্বা অন্তঃসত্ত্বা অবস্থায় রণিতার চরিত্রটিকে ফেলে পালায় ফাহিম। অচেতন রণিতাকে উদ্ধার করে বিশ্বজিৎ। হাসপাতালে সন্তান জন্ম দেয় রণিতার চরিত্রটি।

আরও পড়ুন : বাংলার কাহিনি বলতে গিয়েই ‘দেউলিয়া’! “এরপর কী হবে…”, বিষ্ফোরক বিবেক অগ্নিহোত্রী

সিরিয়ালের (Serial) প্রথম ঝলক বেশ ইতিবাচক সাড়া ফেলেছে দর্শক মহলে। স্টার জলসায় আসতে চলেছে সিরিয়ালটি। তবে এখনও পর্যন্ত দিনক্ষণ জানানো হয়নি। দীর্ঘ ১০ বছর পর এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন রণিতা। ১০ বছর পর আবার সেটে ফিরে অভিনেত্রী বলেন, বেশ নতুন একটা ব্যাপার। কী হচ্ছে ঠিক বুঝতেই পারছেন না তিনি।