বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুবিধার্থে দীপাবলিতে একটি বিশেষ ফেস্টিভ অফার লঞ্চ করে Jio। এই অফারটি গ্রাহকদের কেবল একটি রিচার্জ প্ল্যানের সুবিধাই প্রদান করে না, বরং আরও বেশ কিছু অতিরিক্ত সুবিধাও উপলব্ধ করে। ওই প্ল্যানে JioHotstar-এর সাবস্ক্রিপশন থেকে শুরু করে, বিনামূল্যে ব্রডব্যান্ড এবং আরও অনেক সুবিধাও মেলে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা Jio-র সেই ৩৪৯ টাকার প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি। প্রথমেই জানিয়ে রাখি যে, এই প্ল্যানটির মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানে রেগুলার রিচার্জ বেনিফিটের পাশাপাশি আরও বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। এই সকল সুবিধা গ্রাহকরা সরাসরি পাবেন।
Jio-র দুর্দান্ত ফিচার্স:
এই প্ল্যানে কী কী সুবিধা রয়েছে: Jio-র ৩৪৯ টাকার এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এতে প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করা যাবে। এর অর্থ হল, পুরো ভ্যালিডিটি জুড়ে গ্রাহকরা মোট ৫৬ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও, গ্রাহকেরা আনলিমিটেড ভয়েস কলিং থেকে শুরু করে প্রতিদিন ১০০ টি SMS-এর সুবিধাও পাবেন। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটাও পাওয়া যাবে।
এই প্ল্যানের সঙ্গে অন্তর্ভুক্ত অন্যান্য সুবিধাগুলি হল এক্ষেত্রে JioHome-এর ২ মাসের ফ্রি কানেকশন ট্রায়াল উপলব্ধ করা হচ্ছে। এই ট্রায়ালটি শুধুমাত্র নতুন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। এর মানে হল যে, আপনি যদি ইতিমধ্যেই JioHome ব্যবহার করে থাকেন, তাহলে আপনি এই সুবিধাটি অ্যাক্সেস করতে পারবেন না।
আরও পড়ুন: মতবিরোধের আবহেই মিলল গুরুত্বপূর্ণ আপডেট! এবার এই বড় সিদ্ধান্ত নিল টাটা ট্রাস্ট
এছাড়াও অতিরিক্ত সুবিধা রয়েছে: এক্ষেত্রে কোম্পানিটি ৩৪৯ টাকার প্ল্যানের সঙ্গে টিভি এবং মোবাইল উভয় ডিভাইসের জন্যই ৩ মাসের JioHotstar সাবস্ক্রিপশন অফার করছে। এর অর্থ হল আপনি উভয় প্ল্যাটফর্মেই এই OTT পরিষেবাটি অ্যাক্সেস করতে পারবেন। জানিয়ে রাখি যে, JioHotstar-এর বিজ্ঞাপন-সমর্থিত মোবাইল এবং টিভি প্ল্যানটি ৩ মাসের জন্য ২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। তবে, ৩৪৯ টাকার প্ল্যানে এই সমস্ত সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে।
আরও পড়ুন: শুধুমাত্র সোনা-রুপোই বিক্রি হয়েছে ৬০,৫০০ কোটির! দীপাবলিতে দেশজুড়ে মোট ব্যবসার পরিমাণ চমকে দেবে
উল্লেখ্য যে, এই প্ল্যানের অধীনে, আপনি একবারে শুধুমাত্র একটি প্ল্যাটফর্মে JioHotstar ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, আপনার রিচার্জের মেয়াদ শেষ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে আপনার কানেকশন রিচার্জ করতে হবে। এই প্ল্যানে JioAI ক্লাউডের অধীনে ৫০ জিবি স্টোরেজও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, Jio Finance-এর মাধ্যমে Jio Gold কিনলে আপনি ২ শতাংশ বেশি ছাড় পাবেন।