বাংলাহান্ট ডেস্ক : একাধিক চ্যানেলে এই মুহূর্তে চলছে একগুচ্ছ ধারাবাহিক (Serial)। আর তাদের প্রতিটিতেই ঘটে চলেছে কোনো না কোনো ঘটনা। তা অনস্ক্রিনই হোক বা অফস্ক্রিন। বিশেষ করে রাতারাতি অভিনেতা অভিনেত্রী বদলে যাওয়া তো খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে সিরিয়ালে (Serial)। এমনকি মুখ্য চরিত্রেও মুখ বদল হতে দেখা গিয়েছে বেশ কিছু ধারাবাহিকে। এবার আরো এক সিরিয়াল এই পথেই হাঁটতে চলেছে বলে মিলল খবর।
ফের বড় বদল আসছে স্টার জলসার সিরিয়ালে (Serial)
স্টার জলসার প্রায় প্রতিটি সিরিয়ালই (Serial) দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। নতুন পুরনো মিলিয়ে বেশ ভালোই টিআরপি আনে মেগা গুলি। আর নির্মাতারাও নিত্যনতুন টুইস্ট এনে দর্শকদের ধরে রাখেন পর্দার সামনে। তবে এবার স্টার জলসারই একটি সিরিয়াল (Serial) নিয়ে শোনা গেল বড় খবর। ফের নাকি নায়িকা বদল হতে চলেছে ধারাবাহিকে।
টিআরপিতে ভালো ছাপ ফেলেছে মেগা: কম সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে জলসার ‘শুভ বিবাহ’ সিরিয়ালটি (Serial)। হানি বাফনা এবং সোনামণি সাহার জুটি প্রথম বারেই দর্শকদের আকর্ষণ টেনে নিতে সক্ষম হয়েছে। জমাটি গল্পের সঙ্গে তেজ সুধার রসায়ন বেশ ভালো সাড়া ফেলছে টিআরপি তালিকায়। কিন্তু এর মাঝেই হঠাৎ গুঞ্জন, সিরিয়াল (Serial) নাকি ছেড়ে দিতে চলেছেন সোনামণি।
আরো পড়ুন : ‘বেহুঁশ হয়ে…’, পরিচালকের বাথরুমের কোমড ভেঙে ফেলেছিলেন স্বস্তিকা!
সিরিয়াল ছাড়ছেন অভিনেত্রী: ছোটপর্দার বেশ জনপ্রিয় নায়িকা সোনামণি। শুভ বিবাহ এর হাত ধরে বেশ অনেকদিন পর ধারাবাহিকে (Serial) ফিরেছেন তিনি। কিন্তু হঠাৎ তাঁর সিরিয়াল ছেড়ে দেওয়ার গুঞ্জনে শোরগোল পড়েছে নেটপাড়ায়। সত্যিই কি ধারাবাহিক ছাড়ছেন তিনি?
আরো পড়ুন : সাহেবের বাহুডোরে সুস্মিতা, কথা-এভির আদুরে ছবিতে “জ্বালাময়ী” প্রতিক্রিয়া নায়কের চর্চিত প্রেমিকার!
না, সোনামণি সিরিয়াল ছাড়ছেন না বটে, তবে একটা বড় বদল তো আসছেই। আর তার জেরেই যত গুঞ্জন। ব্যাপারটা খোলসা করেই বলা যাক। আসলে সিরিয়ালের গল্প অনুযায়ী, সুধাকে এখনো সবার সামনে নিজের স্ত্রী বলে দাবি করে সার্থক। আর এবার নাকি গল্পে এন্ট্রি নিতে চলেছেন এক নয়া চরিত্র। অভিনেত্রী স্বর্ণকমল দত্তকে নাকি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শুভ বিবাহ সিরিয়ালে। তবে তাঁর চরিত্রটি নেগেটিভ নাকি পজিটিভ তা জানা যাবে গল্পের আসন্ন মোড়ে।