গম্ভীর আসার সাথে সাথেই দল থেকে বাদ পড়লেন ভারতের এই তারকা প্লেয়ার, কেরিয়ার হবে শেষ? শুরু জল্পনা

বাংলা হান্ট ডেস্ক: জিম্বাবোয়ে সফর শেষ হতে না হতেই ভারতীয় দলের (India National Cricket Team) পরবর্তী লক্ষ্য হল শ্রীলঙ্কা সফর। যেটি শুরু হতে চলেছে আগামী ২৭ জুলাই থেকে। ইতিমধ্যেই, শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে BCCI (Board of Control for Cricket in India)। যেখানে একাধিক চমক পরিলক্ষিত হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই সফর থেকেই টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হেড কোচ হিসেবে কাজ শুরু করবেন গৌতম গম্ভীর।

শ্রীলঙ্কা সফরের জন্য হয়ে গিয়েছে দল (India National Cricket Team) ঘোষণা:

এদিকে, শ্রীলঙ্কা সফরে ODI ও T20 সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। এমতাবস্থায়, এই দুই সিরিজের জন্য নির্বাচিত দলে একাধিক রদবদল ঘটেছে। যেখানে সুযোগ পেয়েছেন একাধিক জুনিয়র খেলোয়াড়। এদিকে, T20 সিরিজে হার্দিক পান্ডিয়া অধিনায়ক হবেন বলে জল্পনা শুরু হলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছেন সূর্যকুমার যাদব। তবে, ODI দল (India National Cricket Team) থেকে বাদ পড়েছেন এক তারকা খেলোয়াড়। যার ফলে ওই খেলোয়াড়কে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। শুধু তাই নয়, অনেকেই মনে করছেন যে ওই খেলোয়াড়ের ODI কেরিয়ার এবারে হয়তো শেষ হতে বসেছে।

This star player was dropped from the India National Cricket Team.

ODI দলে সুযোগ পাননি এই খেলোয়াড়: জানিয়ে রাখি, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ODI সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। একই সঙ্গে ৭ বছর পর শ্রীলঙ্কায় ODI সিরিজ খেলতে যাবেন বিরাট কোহলিও। এর মানে এই সিরিজের জন্য সিনিয়র খেলোয়াড়দের দলে রাখা হয়েছে। কিন্তু এই দলে নেই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ODI সিরিজের জন্য টিম ইন্ডিয়ার (India National Cricket Team) স্কোয়াডে জায়গা পাননি তিনি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে শুরু “হাহাকার”, হঠাৎ বন্ধ Microsoft-এর পরিষেবা, থমকে গেল রেল-বিমান ও ব্যাঙ্কিং পরিষেবা

সম্প্রতি T20 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাদেজা: উল্লেখ্য যে, T20 বিশ্বকাপে দুর্দান্ত জয়ের পর আন্তর্জাতিক T20 থেকে অবসর গ্রহণ করেছেন জাদেজা। এমতাবস্থায়, তিনি এখন শুধুমাত্র ODI এবং টেস্ট খেলবেন। কিন্তু, শ্রীলঙ্কা সফরে ইন্ডিয়া টিমে সুযোগ ঘটেনি তাঁর।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরাট উপহার! বাংলায় এবার ৭.৫ লক্ষ চাকরি, নবান্ন থেকে হল বড় ঘোষণা

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বেশ কয়েকটি ম্যাচে জাদেজার পারফরম্যান্স তেমন নজর কাড়তে পারেনি। আর সেই কারণেই নির্বাচকরা হয়তো তাঁর ওপরে ভরসা রাখতে পারেননি। তবে, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকে অলরাউন্ডার হিসেবে এই সফরের জন্য টিম ইন্ডিয়ার ODI দলে (India National Cricket Team) সুযোগ দেওয়া হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর