বাংলাহান্ট ডেস্কঃ করোনা কেড়ে নিল এবার এক শিক্ষিকার প্রাণ। ঘটনাটিন ঘটেছে বাড়ি চন্দননগর (Chandannagar) মুন্সিপুকুর এলাকায়। মৃতের নাম সৌমি সাহা (Soumi Saha) (৩৪)। তিনি পোলবার কাশ্বারা প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন।
৩৮ বছরের তরুণীর প্রাণ কেড়ে নিয়েছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টা না পেরোতেই আরও একটি দুঃসংবাদ এল চন্দননগর থেকেই। মারা গেছেন ৩৪ বছরের তরুণী। ব্যান্ডেল ইএসআই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মাস দেড়েক আগে বিয়ে হয়েছিল তার।
জানা গিয়েছে,কয়েক দিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই শিক্ষিকা। শিক্ষিকার বাবাও করোনা পজিটিভ ছিলেন। চন্দননগর হাসপাতালে চিকিৎসা করান তাঁরা। চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে ছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ব্যান্ডেলের ইএসআই কোভিড হাসপাতালে ভর্তি হন সৌমি। আজ মঙ্গলবার সকাল দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
২০১১ ব্যাচের ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসার ছিলেন দেবদত্তা। পুরুলিয়া ২ ব্লকের বিডিও ছিলেন। সেখান থেকেই বদলি হয়ে এসেছিলেন চন্দননগর মহকুমায়। জানা গেছে, পরিযায়ী শ্রমিক যাঁরা ডানকুনিতে আসছিলেন তাঁদের থাকা খাওয়া ও রাখার ব্যবস্থা করার সম্পূর্ণ দায়িত্ব সামলেছিলেন এই তরুণী আধিকারিক। তারপর নিজেই করোনায় আক্রান্ত হন। চার বছরের ছেলেকে রেখে চলে গেলেন চিরতরে।