এক ধাক্কায় ইলন মাস্কের সম্পদ কমে হল অর্ধেক! দ্বিতীয় স্থানে থাকার জন্য টক্কর চলছে আদানির সাথে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে টেসলার সিইও তথা টুইটারের নতুন মালিক ইলন মাস্কের (Elon Musk) মোট সম্পদের পরিমান ক্রমশ কমে আসছে। এদিকে, ইতিমধ্যেই তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় প্রথম স্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছেন। এমতাবস্থায়, ওই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট (Bernard Arnault)। তাঁর মোট সম্পদের পরিমান হল ১৫৯ বিলিয়ন ডলার।

এদিকে, ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুসারে জানা গিয়েছে যে, ২০২২ সালের শুরু থেকে, ইলন মাস্কের মোট সম্পদ কমে প্রায় অর্ধেক হয়ে গিয়ে আপাতত ১৩৯ বিলিয়ন ডলার হয়েছে। শুধু তাই নয়, চলতি বছরে মাস্ক মোট ১৩২ বিলিয়ন ডলারের সম্পত্তি হারিয়েছেন। এমতাবস্থায়, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে যে, শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকার জন্য ইলন মাস্ককে এবার ভারতীয় ধনকুবের গৌতম আদানির সাথে কড়া টক্করের সম্মুখীন হতে হবে।

মাস্ক এবং আদানির মধ্যে এই ব্যবধান ক্রমশ কমে আসছে: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী টেসলার সিইও ইলন মাস্ক আপাতত ১৩৯ বিলিয়ন ডলারের সম্পত্তির অধিকারী হয়ে ওই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। অপরদিকে, গৌতম আদানি ১১০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়ে রয়েছেন তৃতীয় স্থানে। কয়েকদিন আগে পর্যন্ত আদানি এবং মাস্কের মধ্যে মোট সম্পত্তির নিরিখে ব্যবধান ছিল ৬০ বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু, এখন এটি কমে ২৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

ইলন মাস্কের সম্পদ কমে যাওয়ার কারণ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইলন মাস্কের মোট সম্পদের একটি বড় অংশ আসে তাঁর কোম্পানি টেসলার শেয়ার থেকে। এদিকে, চলতি বছরের শুরু থেকে টেসলার স্টক প্রায় ৭০ শতাংশ কমেছে। পাশাপাশি, কয়েক মাস আগে মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটারকে অধিগ্রহণ করেন। যার জন্য মাস্ক বিপুল সংখ্যক টেসলার শেয়ার বিক্রি করেছিলেন। তারপর থেকেই টেসলার স্টক ক্রমাগত চাপের মধ্যে রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, টুইটার কেনার জন্য মাস্ক বেশ কয়েকটি ব্যাঙ্ক থেকে ঋণও নিয়েছেন।

elon musk (3)

নবম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি: এদিকে, ভারতের অন্য আরেক ধনকুবের তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৮৫.৫ বিলিয়ন ডলারের সম্পদের সাথে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় নবম স্থানে রয়েছেন। যদিও চলতি বছরে তাঁর সম্পদ ৪.৫৫ বিলিয়ন ডলার কমেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর