বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মোদী সরকার (Central Government) উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) সুবিধাভোগীদের আজ অর্থাৎ বৃহস্পতিবার একটি বড় উপহার দিয়েছে। মূলত, মন্ত্রিসভা আগামী ১ এপ্রিল থেকে শুরু হওয়া পরবর্তী অর্থবর্ষের জন্য উজ্জ্বলা যোজনার অধীনে দরিদ্র মহিলাদের LPG সিলিন্ডারে ৩০০ টাকার ভর্তুকি অব্যাহত রাখার ঘোষণা করেছে।
বড় সুখবর: উল্লেখ্য যে, গত বছরের অক্টোবরে, সরকার ১৪.২ কেজির প্রতিটি সিলিন্ডারে ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছিল। এক্ষেত্রে প্রতি বছরে ১২ টি সিলিন্ডারে এই সুবিধা মেলে। এদিকে, সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকির মেয়াদ ছিল চলতি অর্থবর্ষ পর্যন্ত। যা আগামী ৩১ মার্চ শেষ হবে। কিন্তু, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (CCEA) এখন এই ভর্তুকি ২০২৪-২৫ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
কতজন উপকৃত হবেন: এদিকে, সরকারের এই পদক্ষেপের ফলে প্রায় ১০ কোটি পরিবার উপকৃত হবে এবং সরকারের ১২,০০০ কোটি টাকা খরচ হবে। উল্লেখ্য যে, LPG হল গ্রামীণ এবং দরিদ্র পরিবারের জন্য উপলব্ধ রান্নার জ্বালানী। কেন্দ্রীয় সরকার ২০১৬ সালের মে মাসে দরিদ্র পরিবারের মহিলাদের ডিপোজিট-মুক্ত LPG কানেকশন প্রদানের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUJ) চালু করেছিল। এর আওতায় অভাবী পরিবারে বিনামূল্যে LPG কানেকশন প্রদান করা হয়।
আরও পড়ুন: মহাসমারোহে গর্ভবতী গাভীর সাধ, পেটপুরে খেল গোটা তল্লাট! মহিলার কাজের প্রশংসা গোটা দেশে
মুদ্রাস্ফীতির কারণে শুরু হয় পরিকল্পনা: উল্লেখ্য যে, জ্বালানির দাম বেড়ে যাওয়ায়, সরকার ২০২২ সালের মে মাসে PMUY সুবিধাভোগীদের প্রতি সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি প্রদান করে। ২০২৩ সালের অক্টোবরে তা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছিল। এমতাবস্থায়, উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য, সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ভর্তুকি বিবেচনা করার পরে সিলিন্ডারের দাম ৬০৩ টাকায় নেমে আসে। ভর্তুকি সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়।
আরও পড়ুন: চলছে প্রস্তুতি, জাপানের কাছ থেকে এতগুলি বুলেট ট্রেন কিনবে ভারত! এই মাসেই হতে পারে চুক্তি
উজ্জ্বলা যোজনার পর LPG-র চাহিদা বেড়েছে: উল্লেখ্য যে, PMUY মূলত গ্রাহকদের LPG ক্রমাগত ব্যবহারের জন্য উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ ভূমিকা রেখেছে। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের গড় LPG খরচ ২০১৯-২০-তে ৩.০১সিলিন্ডার থেকে ২০ শতাংশ বেড়ে ২০২১-২২-এ ৩.৬৮ হয়েছে।