বড় পদক্ষেপ সরকারের! এবার একধাক্কায় GST কমল এই জিনিসগুলির, মদেও কি মিলছে বড় ছাড়?

বাংলা হান্ট ডেস্ক: শনিবার GST (Goods and Services Tax) কাউন্সিলের একের পর এক বড় সিদ্ধান্ত সামনে এসেছে। যার ফলে সরাসরি লাভবান হবেন সাধারণ মানুষ। মূলত, বিভিন্ন ক্ষেত্রে GST-র হার অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এমতাবস্থায়, মিলেটের আটার খাবার থেকে GST একধাক্কায় কমিয়ে ১৮ শতাংশ থেকে একেবারে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

মূলত, সাধারণ মানুষের কাছে যাতে পুষ্টিকর খাবার সহজেই পৌঁছতে পারে সেকারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বাজরার ওপর জোর দিতে চাইছেন। আসলে, বাজরার পুষ্টিগুণও যথেষ্ট। এবার বাজরার আটা থেকে GST কমিয়ে দেওয়া হল বলে খবর মিলেছে। যদিও, বর্তমানে মানুষ গমের আটা বেশি খেলেও এবার বাজরার ওপর গুরুত্ব দিতে চাইছে সরকার।

 This time, GST is reduced for these things

এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে, বাজরা থেকে প্রাপ্ত আটার ক্ষেত্রে GST কমিয়ে দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি যে, দেশের স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয় হল মিলেট। বিগত দিনে মানুষ বাজরার বিভিন্ন খাবার খেলেও পরবর্তীকালে এর ব্যবহার ক্রমশ হ্রাস পেতে থাকে। এদিকে, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালটি মিলেট বছর বলে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে ৭২ বছর ধরে বন্ধ ছিল হিন্দু মন্দির, দরজা খুলতেই যা হল! জেনে ধন্য ধন্য করবেন

শুধু তাই নয়, সরকার মিলেটের ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে জোর দিচ্ছে। সেই আবহেই এবার মিলেটের আটা থেকে GST কমিয়ে দেওয়া হল। তবে, এই তালিকা এখানেই শেষ নয়। এর পাশাপাশি গুড় সহ ডিসটিলড অ্যালকোহল অর্থাৎ পাতন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত অ্যালকোহল থেকেও GST লাঘব করা হয়েছে।

আরও পড়ুন: মহাকাশ দখলের পথে চীন! ড্রাগনের বড় পরিকল্পনা এল সামনে, দেখে ‘থ” গোটা বিশ্ব

এদিকে, এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল থেকে তুলে নেওয়া হচ্ছে GST। এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অবশ্য জানিয়েছেন যে, যদি রাজ্য এতে কর বসাতে চায় সেক্ষেত্রে তা করতে পারে। পাশাপাশি চাইলে কর মকুবও করতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর