এবার ধরাছোঁয়ার বাইরে গেল সোনা-রুপোর দাম, প্রতি গ্রাম কিনতে গেলে করতে হবে এত খরচ

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার লাফিয়ে বাড়ল সোনা ও রুপোর দাম (Gold and Silver Price)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শুক্রবার ফিউচার মার্কেটে সোনা ও রুপোর দামে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। মূলত, ২০২৩ সালের অক্টোবরে ডেলিভারির জন্য সোনা আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (Multi Commodity Exchange, MCX) প্রতি ১০ গ্রামের নিরিখে ৫৮,৩৮০ টাকায় ট্রেড করছে। যেটি পূর্বের তুলনায় ৯০ টাকা বা ০.১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য যে, আগের সেশনে অক্টোবরে ডেলিভারির জন্য সোনার হার ছিল প্রতি ১০ গ্রামে ৫৮,২৯০ টাকা।

এদিকে, MCX-এ ডিসেম্বরে ডেলিভারির জন্য সোনা প্রতি ১০ গ্রামে ৫৮,৭৭০ টাকায় ট্রেডিং করছে। সেক্ষেত্রে ০.১১ শতাংশ দাম বেড়ে ট্রেডিং হয়েছে। আগের সেশনে, ডিসেম্বরে কন্ট্রাক্টের জন্য সোনার দর ছিল প্রতি ১০ গ্রামে ৫৮,৭০৪ টাকা।

রূপোর ফিউচার মূল্য: ২০২৩ সালের সেপ্টেম্বরে ডেলিভারির জন্য রুপো প্রতি কেজিতে ৭০,৪১৫ টাকায় ট্রেড করেছে। যা ৩৯৭ টাকা বা ০.৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের সেশনে, সেপ্টেম্বরে কন্ট্রাক্টের জন্য রূপোর দাম প্রতি কেজিতে ছিল ৭০,০১৮ টাকা।

আরও পড়ুন: বড় খবর! এবার নিজের বাড়ি বিক্রি করে দিলেন মুকেশ আম্বানি, কত টাকায় হল ডিল?

একইভাবে ২০২৩ সালের ডিসেম্বরে ডেলিভারির জন্য রুপো প্রতি কেজিতে ৭১,৭৩৭ টাকায় ট্রেড করছে। এই দাম ৩৩৫ টাকা বা ০.৪৭ শতাংশ বেড়েছে। আগের সেশনে, ডিসেম্বরে কন্ট্রাক্টের জন্য রুপোর দাম প্রতি কেজিতে ছিল ৭১,৪০২ টাকা।

আরও পড়ুন: সাত ব্যাঙ্কে পড়ে কোটি কোটি দাবিহীন টাকা! গ্রাহকদের ফিরিয়ে দেবে RBI, আপনি কীভাবে পাবেন?

পাশাপাশি, ২০২৪ সালের মার্চ মাসে ডেলিভারির জন্য রুপো প্রতি কেজিতে ৭৩,২১১ টাকায় ট্রেডিং হয়েছে। সেক্ষেত্রে দাম ২২ টাকা বা ০.০৩ শতাংশ কমেছে। আগের সেশনে, মার্চ কন্ট্রাক্টের রুপোর দাম প্রতি কেজিতে ছিল ৭৩,২৩৩ টাকা।

This time the price of gold and silver has increased

বিশ্ব বাজারে সোনার দাম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৩ সালের ডিসেম্বরে ডেলিভারির জন্য সোনার দর ০.৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৯২১.২০ ডলার প্রতি আউন্সের স্তরে ট্রেড করছে। একইভাবে, স্পট মার্কেটে সোনার দর ০.২০ শতাংশ বৃদ্ধির সাথে প্রতি আউন্সে ১,৮৯৩.১৯ ডলারে ট্রেড করছে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর