বাংলা হান্ট ডেস্ক: এবারে একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। শুধু তাই নয়, ভারতীয় রেলে (Indian Railways) ফের উঠল ভয়ংকর গাফিলতির অভিযোগও। গত বছরে ওড়িশার বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনার পর থেকেই রেলে বিভিন্ন ক্ষেত্রে একাধিক গাফিলতির অভিযোগ সামনে এসেছে। ঠিক সেই তালিকায় এবার নয়া সংযোজন ঘটল পাঞ্জাবের (Punjab) পাঠানকোটের একটি ঘটনা।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সেখানে একটি মালগাড়ি চালক ছাড়াই ছুটে চলল ৭০ কিলোমিটার। হ্যাঁ, প্রথম এই বিষয়টি জেনে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই চাঞ্চল্যকর ঘটনাই এবার ঘটেছে। এদিকে, সামগ্রিক ঘটনাটির পরিপ্রেক্ষিতে তুমুল আতঙ্ক ছড়ায় সংশ্লিষ্ট ডিভিশনে। তবে শেষ পর্যন্ত বড় দুর্ঘটনা এড়ানো গেলেও কিভাবে এই বিষয়টি ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
bhagwan bharose…
A Goods Train started to move without driver…!!!
This freight train traveled from Kathua, Jammu to Hoshiarpur, Punjab without a driver. It covered a distance of about 70 kilometers. It was somehow stopped in Punjab..!!@kapsology @AshwiniVaishnaw pic.twitter.com/vUPTQ2yWqq
— Dr Ranjan (@AAPforNewIndia) February 25, 2024
কি জানা গিয়েছে: ইতিমধ্যেই রেল সূত্রে জানা গিয়েছে যে, নিয়ম মেনে ওই মালগাড়িটি পাঞ্জাবের পাঠানকোট স্টেশনে দাঁড়ায়। সেই সময়ে ট্রেন থেকে চালক নেমে যান। তার ঠিক কিছুক্ষণ পরেই লাইনের ঢাল বরাবর গড়াতে থাকে মালগাড়িটি। এমনকি, কিছু বুঝে ওঠার আগেই সেটি স্টেশন অতিক্রম করে চলে যায়। এমতাবস্থায়, বিষয়টি বুঝতে পেরেই রেল আধিকারিকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায় এবং প্রত্যেকেই ট্রেনটিকে দাঁড় করানোর চেষ্টা শুরু করেন।
বিষয়টির পরিপ্রেক্ষিতে পাঠানকোটের একজন রেল আধিকারিক জানিয়েছেন, মালগাড়িটিকে দাঁড় করানোর জন্য শেষ পর্যন্ত লাইনে মোটা কাঠের পাটাতন পেতে দেওয়া হয়। যদিও ততক্ষণে স্টোনচিপস বোঝাই ওই মালগাড়িটি চালক ছাড়াই ৭০ কিলোমিটার সফর করে ফেলে।
আরও পড়ুন: রামলালার দর্শন করতে করতেই মস্তিষ্কে হল জটিল অস্ত্রোপচার! “ভগবানের কৃপায়” সুস্থ হলেন রোগী
কেন ঘটল এই ঘটনা: জানা গিয়েছে, ট্রেনটি ওইভাবে চলতে চলতেই পাঁচটি স্টেশন ডিঙিয়ে যায়। শেষ পর্যন্ত কাঠের পাটাতনের ব্যবহারে উচি বাসসি স্টেশনে সেটিকে দাঁড় করানো সম্ভব হয়। তবে, চালক ট্রেন থেকে নেমে যাওয়ার পর কিভাবে সেটি নিজে থেকে চলতে শুরু করল সেই বিষয়ে প্রশ্ন উঠেছে। এমতাবস্থায়, রেলের আধিকারিকরা জানিয়েছেন, চালক ট্রেন থেকে নামার আগে হ্যান্ড ব্রেক টানতে ভুলে গিয়েছিলেন। আর তারফলেই ঘটে বিপত্তি। যদিও, চালকের ভুল ছাড়া অন্য কোনো গাফিলতি ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে, ঘটনাটির জেরে যে, ভয়ংকর বিপদ হতে পারত সেটাও মেনে নিয়েছে রেল।