BJP-র থেকে টাকা নিয়ে তৃণমূলকে হারানোর প্ল্যান কষেছেন দলেরই এই নেতা? মারাত্মক অভিযোগে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের অন্দরেই চলছে তৃণমূল প্রার্থীকে (Trinamool Congress) হারানোর পরিকল্পনা? ভোটের মুখেই এমনই এক চাঞ্চল্যকর দাবি নিয়ে শুরু হয়েছে চর্চা। অভিযোগ, আরামবাগের (Arambagh) তৃণমূল প্রার্থী মিতালি বাগকে পরাজিত করতে এবং দলের ঐক্যবদ্ধতা নষ্ট করার চেষ্টা করছেন দলেরই এক নেতা।

গত পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্ট বলেছিলেন, দলের তরফ থেকে টিকিট না পেয়ে যারা নির্দল হয়ে দাঁড়াবেন তাঁদের জন্য আর দলের দরজা খোলা হবে না। তবে লোকসভা ভোটের আগে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র! শনিবার গোঘাট এলাকায় কুমারগঞ্জ অঞ্চলে বেশ কয়েকজন নির্দল কর্মী আরামবাগ জেলা তৃণমূল কংগ্রেস (TMC) চেয়ারম্যান স্বপন নন্দীর হাত ধরে ফের জোড়াফুল শিবিরে প্রত্যাবর্তন করেন। আর তাতেই চটেছেন দলের একাংশ।

   

নির্দল কর্মীদের ফের তৃণমূলে নেওয়ার খবর জানাজানি হতেই একাধিক স্থানীয় তৃণমূল নেতা সুর চড়িয়েছেন। তাঁদের দাবি, দলের নির্দেশ না অমান্য করে ব্যক্তিগতভাবে নির্দল কর্মীদের পুনরায় দলে নিয়েছেন স্বপন। কেউ কেউ আবার, আরামবাগ জেলা তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে বিজেপির থেকে টাকা নেওয়ার অভিযোগও এনেছেন।

আরও পড়ুনঃ জলের সমস্যা, বেহাল রাস্তাঘাট! ‘দিদি কিছু শোনেই না’, শেষবেলায় প্রচারে বেরিয়েও ক্ষোভের মুখে শতাব্দী

কুমারগঞ্জ এলাকার কয়েকজন তৃণমূল নেতা কর্মীর দাবি, দলের ঐক্যে ফাটল ধরাতে এবং তৃণমূল প্রার্থী মিতালি বাগকে (Mitali Bag) পরাজিত করতে স্বপন এই ঘটনা ঘটিয়েছেন। একইসঙ্গে নির্দল কর্মীদের পুনরায় তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি না মানার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। এই বিষয়ে স্বপনের বলতব্য, ‘ওঁরা বরাবর তৃণমূলের অংশ ছিল। অন্য কোনও দলে যায়নি। নির্দল ছিল। আজ ফের তৃণমূলে ফিরলেন। মিতালি বাগকে জয়ী করার বিষয়ে বদ্ধপরিকর’।

কুমারগঞ্জের তৃণমূল সভাপতি শতদ্রুত রোজার মুখে অবশ্য শোনা গিয়েছে অন্য কথা। তাঁর দাবি, স্বপন আসলে মিতালিকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারেননি। তিনি চেয়েছিলেন বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে ফের দাঁড় করানো হোক। আর সেই জন্যই এমনটা করছেন তিনি।

Trinamool Congress candidate Mitali Bag

শতদ্রুত বলেন, ‘উনি আচমকা মিটিং ডাকেন। কাদের নিয়ে মিটিং সেটা জানতামই না। সংবাদমাধ্যমে দেখতে পাই পতাকা ধরানো হচ্ছে। ওনার কাছে অফিশিয়াল নির্দেশ ছিল না। যদি থাকতো তাহলে সেটা আমাদের কাছে থাকতো। আসলে উনি মিতালি বাগকে মেনে নিতে পারেননি। উনি চাইতেন অপরূপা পোদ্দারকে টিকিট দেওয়া হোক। সেই জন্যই এমনটা করছেন। উনি চান মিতালি বাগ পরাজিত হোক। ওনার কাছে আমার আর্জি, দলকে জিততে দিন। আপনি যদি বিজেপির থেকে টাকাপয়সা নিয়েও থাকেন, তাহলেও আপনার কাছে আমার আবেদন দলকে হারাবেন না’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর