বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে প্রকৃতির খামখেয়ালিপনা ক্রমশ স্পষ্ট হচ্ছে। মূলত, মানুষের ক্রিয়াকলাপের ফলেই কার্যত বিঘ্নিত হয়েছে প্রাকৃতিক ভারসাম্য। পাশাপাশি, সমগ্ৰ বিশ্বজুড়েই বাড়ছে উষ্ণায়নের প্রভাব। আর যার ফলও ভুগতে হচ্ছে সভ্যতাকে। এমতাবস্থায়, তীব্র গরম কিংবা শীতের হাত থেকে বাঁচতে এক অভিনব আবিষ্কার করলেন গবেষকরা। জানা গিয়েছে যে, সম্প্রতি বেনারস হিন্দু ইউনিভার্সিটির (BHU), IIT-এর সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষকরা এমন একটি ইট তৈরি করেছেন, যা দিয়ে বাড়ি বানালে গ্রীষ্মকালে ঘর থাকবে ঠান্ডা এবং ঠান্ডার দিনে তা গরমের অনুভূতি প্রদান করবে।
এই প্রসঙ্গে সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ডঃ কল্যাণী মোহান্তের তত্বাবধানে গবেষণারত ছাত্র ডঃ অজয় কুমার এবং বৈভব পান্ডে এই ইটটি প্রস্তুত করেছেন। এটি মাটির সাহায্যেই তৈরি করা হয়েছে। তবে, এতে সিরামিক বর্জ্য ব্যবহার করা হয়েছে, যা ইটের তৈরি ঘরের তাপ নিয়ন্ত্রণ করে। মূলত, এর ইন্সুলেশন ক্ষমতাই তাপটি নিয়ন্ত্রণ করবে।
এমতাবস্থায়, তাঁরা দাবি করেছেন, এই ইটের সাহায্যে কৃষকদের শস্য ও শাকসবজি রাখতে আর হিমঘরের সাহায্য নিতে হবে না। অর্থাৎ, এই ইটের তৈরি ঘরের সংশ্লিষ্ট তাপমাত্রায় সেইসব জিনিসপত্র নিশ্চিন্তে রাখা সম্ভব। আর এই কারণে বাইরের তাপমাত্রার প্রভাব সেগুলির ওপর পড়বে না।
বিদ্যুতের খরচ থেকে মিলবে মুক্তি:
পাশাপাশি তাঁরা আরও জানিয়েছেন যে, কিছুক্ষণ এসি চালালেই এই ইটের তৈরি ঘর প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত ঠান্ডা থাকবে। এতে বিদ্যুতের খরচও অর্ধেক হয়ে যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, যেহেতু এটি বর্জ্য পদার্থ থেকে তৈরি, তাই এটি পরিবেশেরও ক্ষতি করবে না। পাশাপাশি, এর দামও সাধারণ মাটির তৈরি ইটের মতই। জানা গিয়েছে যে, সিরামিক বিভাগ ইতিমধ্যেই এর পেটেন্ট নিয়েছে।
গবেষকরা দাবি করেছেন যে, তাঁদের এই গবেষণা কৃষক ও ব্যবসায়ীদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন ঘটাতে পারে। কারণ এতে কম খরচে কোল্ড স্টোরেজ তৈরি হবে এবং বিদ্যুতের খরচও অনেক কম হবে।