বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই সবার জীবনে বাড়ছে ব্যস্ততা। এমতাবস্থায়, প্রাথমিক কাজগুলি সম্পন্ন করার জন্যও আমরা সাহায্য নিচ্ছি প্রযুক্তির। আর এভাবেই কম সময়ে কোনোরকম পরিশ্রম খরচ করেই বাড়ির কাজগুলি হয়ে যায় অনেক সহজ। এদিকে, বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিন যন্ত্রগুলির মধ্যে অন্যতম হল ওয়াশিং মেশিন (Washing Machine)। যেটির সাহায্যে খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় জামাকাপড়। যদিও, এই মেশিনে কাচাকাচির সময়ে ডিটারজেন্ট পাউডার এবং জলের প্রয়োজন হয়।
এমতাবস্থায়, আজ আমরা এমন একটি ওয়াশিং মেশিন সম্পর্কে আপনাদের জানাবো যেটিতে ধোয়ার জন্য জল বা কোনোরকম ডিটারজেন্ট পাউডারের প্রয়োজন হয় না। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এই অসম্ভবকেই এবার সম্ভব করা গেছে। শুধু তাই নয়, এই ওয়াশিং মেশিনটি মাত্র ৮০ সেকেন্ডেই ধুয়ে ফেলবে জামা-কাপড়। চলুন জেনে নিই এই অনন্য মেশিনটি সম্পর্কে!
জামা-কাপড় ধুয়ে ফেলা যাবে ৮০ সেকেন্ডেই: প্রথমেই জানিয়ে রাখি আপনি যদি অটোমেটিক বা সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিন ব্যবহার করে ক্লান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে এবার 80 Wash নামের একটি কোম্পানি আপনার জন্য নিয়ে এসেছে একদম নতুন ধরণের ওয়াশিং মেশিন। এই মেশিনটি মাত্র ৮০ সেকেন্ডের মধ্যেই তার কাজ করে দেবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এটি ব্যবহারের ক্ষেত্রে লাগবে না জল এবং ডিটারজেন্ট পাউডার।
প্রসঙ্গত উল্লেখ্য, 80 Wash হল একটি স্টার্টআপ কোম্পানি। যেটির প্রতিষ্ঠা করেন রুবাল গুপ্তা, নিতিন কুমার সালুজা এবং বীরেন্দ্র সিং। এই সংস্থাটি জল এবং ডিটারজেন্ট পাউডারের ব্যবহার ছাড়াই এমন একটি ওয়াশিং মেশিন তৈরি করেছে, যেখানে মেশিনটি ৮০ সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করে দেবে জামা-কাপড়। যদিও জামা-কাপড়গুলি খুব বেশি ময়লা বা দাগযুক্ত হলে সেক্ষেত্রে মেশিনটি সেগুলি পরিষ্কার করার জন্য বেশি সময় নিতে পারে।
দেশীয় কোম্পানি তৈরি করেছে আধুনিক ওয়াশিং মেশিন: এদিকে, এই ওয়াশিং মেশিনটিতে কাপড় কাচার পাশাপাশি এর সাহায্যে আপনি ধাতব উপাদান এবং পিপিই কিটগুলিও ধুয়ে ফেলতে পারেন। মূলত, এই ওয়াশিং মেশিনটি ISP স্টিম টেকনোলজির মাধ্যমে কাজ করে। যেটি কাপড়ে থাকা ময়লাগুলিকে কম ফ্রিকোয়েন্সির রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে মাইক্রোওয়েভের সাহায্যে পরিষ্কার করা হয়।।
আর এই কারণেই ওয়াশিং মেশিনটি ব্যবহার করার জন্য জলের প্রয়োজন হয় না। যদিও জামাকাপড় হালকাভাবে আর্দ্র করতে ১ কাপ জলের প্রয়োজন পড়ে। উল্লেখ্য যে, ওয়াশিং মেশিনটি একবারে ৫ টি জামাকাপড় পরিষ্কার করতে পারে। যেটিতে সময় লাগবে মাত্র ৮০ সেকেন্ড। জানিয়ে রাখি, এই ওয়াশিং মেশিনের একটি মডেল ৭ থেকে ৮ কেজি ধারণক্ষমতার হয়। যেটিতে খুব সহজেই দু’জনের কাপড় ধোয়া যেতে পারে। অপরদিকে, এই মেশিনের দ্বিতীয় মডেলটির ধারণক্ষমতা হল ৭০ থেকে ৮০ কেজি। যেটিতে জামা-কাপড় ধোয়ার জন্য ৫ থেকে ৬ গ্লাস জলের প্রয়োজন হয়।
মূলত, এই ওয়াশিং মেশিনটি কাপড়ের দাগ দূর করতে রুম টেম্পারেচার এবং একটি ড্রাই স্টিম জেনারেটর ব্যবহার করে। যার কারণে এই মেশিনে কাপড় ধোয়ার জন্য জল এবং ডিটারজেন্ট পাউডারের প্রয়োজন হয় না। এমতাবস্থায়, আপনিও যদি জল এবং ডিটারজেন্টের খরচ বাঁচাতে চান, সেক্ষেত্রে 80 Wash নামের এই ওয়াশিং মেশিনটি কিনতে পারেন।