সিড-মিঠাই ম‍্যাজিক আবারো ফেল! বাজিমাত করল ‘লক্ষ্মী কাকিমা’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো সেরার মুকুট হাতছাড়া মিঠাইরাণীর (Mithai)। পাহাড়ে জমজমাট প্রেমপর্ব, প্রোপোজ দৃশ‍্য সবই জলে গেল। যে আশায় বুক বাঁধছিলেন দর্শকরা তা ভেঙে চুরমার। প্রথম স্থান এবারেও অধরাই থেকে গেল মোদক পরিবারের বৌমার। ফের টেক্কা দিয়ে গেল স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gantchhora)।

গত তিন সপ্তাহ ধরে এক নাগাড়ে প্রথম স্থান ধরে রেখেছে স্টারের এই সুপারহিট মেগা। খড়ি ঋদ্ধির দাম্পত‍্যে টানাপোড়েন বেশ ভালোই টিআরপি তুলছে। প্রথমে বিয়ের ধরন, উড়ন্ত সিঁদুর নিয়ে ব‍্যাপক ট্রোল হলেও ঋদ্ধি খড়ির জুটি দেখিয়ে দিল তারা বাংলা সেরা সিড মিঠাইয়ের জুটিকেও টেক্কা দিতে পারে।


এ সপ্তাহে গাঁটছড়ার ঝুলিতে উঠেছে ১০.২ নম্বর। গত সপ্তাহের থেকে যা আরো বেশি। তবে পাহাড় পর্ব একেবারে বৃথা যায়নি মিঠাইয়ের। দীর্ঘ অপেক্ষার পর মিঠাইকে ‘আই লভ ইউ’ বলেছে সিদ্ধার্থ। সে পর্বের উন্মাদনা দেখার মতো ছিল। টিআরপি বাড়বে, এমনটাই আশা ছিল দর্শকদের। কিন্তু হা হতোস্মি!

টিআরপি গত সপ্তাহের মতো একই রয়েছে বটে। তবে তৃতীয় স্থান ছেড়ে দু নম্বরে উঠে এসেছে মিঠাই। এবারেও তার সংগ্রহে ৯.৪ নম্বর। তবে একা নয়, ওই একই নম্বর নিয়ে মিঠাইকে সমানে সমানে টক্কর দিচ্ছে স্টার জলসার ‘মন ফাগুন’। স্টার জলসার অন‍্যান‍্য সিরিয়াল আলতা ফড়িং, ধুলোকণা, আয় তবে সহচরী ও অনুরাগের ছোঁয়াও যথাক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে।


অন‍্যদিকে প্রথম সপ্তাহেই সেরা দশের টিআরপি তালিকায় উঠে এসেছে অপরাজিতা আঢ‍্যর ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। হ‍্যাঁ, প্রথম পাঁচে জায়গা হয়নি ঠিকই। তবে সাত নম্বর স্থান ধরতে পেরেছে এই নতুন সিরিয়াল। ঝুলিতে ঢুকেছে ৭.৯ পয়েন্ট। এছাড়া জি বাংলার পিলু ও উমা রয়েছে সেরা দশের তালিকায়। বিদায় নিয়েছে যমুনা ঢাকি, অপরাজিতা অপু, সর্বজয়ারা।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
গাঁটছড়া- ১০.২ (প্রথম)
মিঠাই, মন ফাগুন- ৯.৪ (দ্বিতীয়)
আলতা ফড়িং- ৯.৩ (তৃতীয়)
ধুলোকণা- ৯.০ (চতুর্থ)
আয় তবে সহচরী-  ৮.৮ (পঞ্চম)
অনুরাগের ছোঁয়া- ৮.১ (ষষ্ঠ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.৯ (সপ্তম)
উমা- ৭.৬  (অষ্টম)
খুকুমণি হোম ডেলিভারি- ৭.৪ (নবম)
পিলু- ৭.২ (দশম)

সম্পর্কিত খবর

X