বাংলাহান্ট ডেস্ক : মাঘ পড়তে না পড়তেই বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে টলিপাড়ায় (Serial)। ছোটপর্দা থেকে বড়পর্দা, সর্বত্রই শোনা যাচ্ছে সানাইয়ের সুর। কেউ কেউ দীর্ঘদিনের মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন, কেউ কেউ আবার সম্বন্ধ করেই বসে পড়ছেন বিয়ের পিঁড়িতে। ইন্ডাস্ট্রির অভ্যন্তরে বেশ সাজোসাজো রব।
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টেলি (Serial) নায়িকা
দিন কয়েক আগেই শ্বেতা রুবেলের বিয়ে নিয়ে কয়েকদিন ব্যাপী উৎসাহ থেকেছে অনুরাগীদের মধ্যে। প্রিয় নায়ক নায়িকা (Serial) জুটির বাস্তব জীবনের বিয়ে নিয়ে আমজনতার উৎসাহ ছিল দেখার মতো। নিম ফুলের মধু’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’, জি বাংলার দুই সিরিয়ালেরই গোটা টিম হাজির ছিল রুবেল শ্বেতার বিয়েতে। মজার বিষয়, বাস্তবে বিয়ের পরপরই সিরিয়ালের (Serial) পর্দাতেও আবার বিয়ে করতে দেখা গিয়েছে সৃজন ওরফে অভিনেতা রুবেল দাসকে।
কী জানালেন অভিনেত্রী: তবে বিয়ে পর্ব কিন্তু এখানেই মিটছে না। রুবেলের পর খুব শীঘ্রই ছাদনাতলায় যাচ্ছেন সিরিয়ালের (Serial) আরো এক নায়িকা। ইতিমধ্যেই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন তিনি। এবার বিয়েটাও দ্রুত সেরে ফেলতে চান নিম ফুল নায়িকা। একের পর এক বিয়ের খবরে বেশ সরগরম হয়ে রয়েছে নিম ফুলের সেট।
আরো পড়ুন : জলসার ঘরের মেয়ের সঙ্গে জুটি বাঁধছেন জি এর জনপ্রিয় নায়ক! ধামাকা প্রোমো আসছে নতুন ধারাবাহিকের
কবে বিয়ে করছেন: কিছুদিন আগেই গোপন সম্পর্কের উপর থেকে পর্দা সরিয়েছেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। ‘ফুলকি’ (Serial) ধারাবাহিকে ঈশিতার চরিত্রে অভিনয় করার পাশাপাশি সম্প্রতি কিছুদিন হল জি এর নিম ফুলের মধু ধারাবাহিকেও (Serial) মোহিনী চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। দুই সিরিয়ালেই খল চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে বাস্তবে এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী।
আরো পড়ুন : বিয়ে-রিসেপশনের পর ভাইরাল ফুলশয্যার ছবি! “স্পেশ্যাল” রাতে শ্বেতাকে কী উপহার দিলেন রুবেল?
অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন আয়েন্দ্রী। সম্প্রতি এই সম্পর্কের কথা স্বীকার করতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। বিগত দু বছর ধরেই সম্পর্কে রয়েছেন তাঁরা। কিন্তু নীলাঙ্কুরের পরিবার রক্ষণশীল ধরণের হওয়ায় এতদিন বিষয়টা লুকিয়ে রেখেছিলেন তাঁরা। চলতি বছরেই বাগদান সেরে ফেলবেন আয়েন্দ্রী এবং নীলাঙ্কুর। তারপর আগামী বছর অর্থাৎ ২০২৬ এ বিয়ে করবেন দুজনে। এই মুহূর্তে “রাঙামতী তীরন্দাজ’ ধারাবাহিকে দেখা যাচ্ছে নীলাঙ্কুরকে। কবে বাগদানের সুখবর দেবেন তাঁরা, সেই অপেক্ষাতেই রয়েছেন নিম ফুল ভক্তরা।