জাহাজের “রাডার”-এ বসেই ৩,২০০ কিমি পাড়ি তিন ব্যক্তির, ১১ দিন পর উদ্ধার করুণ অবস্থায়

বাংলা হান্ট ডেস্ক: সারা বিশ্বজুড়েই প্রতিদিন এমন কিছু ঘটনা ঘটে যেগুলি সামনে আসার পর রীতিমতো অবাক করে দেয় সবাইকে। পাশাপাশি, ভাগ্য ভালো থাকলে যে সমস্ত রকম বিপদকেই পেরিয়ে আসা যায় এই তত্বই যেন ফের প্রমাণিত হয়। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি ঘটনার প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি জানার পর রীতিমতো হুঁশ উড়ে যাবে সকলের।

জানা গিয়েছে, এবার জাহাজের একদম নিচের অংশে থাকা “রাডার” (Rudder)-এ বসেই দীর্ঘ ১১ দিন যাবৎ ৩২০০ কিলোমিটার ধরে বিপজ্জনক সফর করেছেন তিনজন ব্যক্তি। এমতাবস্থায়, তাঁরা যে রাডারটিতে বসেছিলেন সেখান থেকে সমুদ্রের জলের দূরত্ব ছিল মাত্র কয়েক ইঞ্চি। মূলত, ওই তিনজন টিকিটবিহীন যাত্রী নাইজেরিয়া থেকে ক্যানারি দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুসারে, “Alithini II” নামের একটি তেলের ট্যাঙ্কারবাহী জাহাজের রাডারে বসেই ওই তিনজন সফর করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, রাডার যেকোনো জাহাজকে দিকনির্দেশ করতে সাহায্য করে। এমতাবস্থায়, এই অংশটি জাহাজের একদম নিচের দিকে সমুদ্রের জলকে স্পর্শ করে থাকে। ইতিমধ্যেই স্প্যানিশ কোস্ট গার্ড গত সোমবার ওই তিনজন ব্যক্তির ছবি শেয়ার করেছে। যেখানে ওই তিনজনকেই রাডারের উপরে বসে থাকতে দেখা যায়। পাশাপাশি, সমুদ্রের ঢেউ থেকে মাত্র কয়েক ইঞ্চি উপরেই তাঁদের বসে থাকতে দেখা গিয়েছে ওই ছবিতে।

এই প্রসঙ্গে সংশ্লিষ্ট অধিকারিকরা জানিয়েছেন যে, এই বিপজ্জনক ও দীর্ঘ যাত্রার কারণে ওই তিনজনের শরীরে জলের অভাব দেখা যায় এবং তাঁরা হাইপোথার্মিয়ায় ভুগছিলেন বলেও জানা গিয়েছে। ঘটনাটির পরিপ্রেক্ষিতে মাইগ্রেশন অ্যাডভাইজার সেমা সান্তানা জানিয়েছেন, এই ঘটনা এর আগেও ঘটেছে। তবে, টিকিট ছাড়া ভ্রমণকারীদের ভাগ্য সব সময় ভালো হয় না। এদিকে, যে জাহাজটিতে এই তিনজন ব্যক্তি ওইভাবে সফর করছিলেন সেটি গত ১৭ নভেম্বর নাইজেরিয়ার লাগোস শহর থেকে সফর শুরু করেছিল। মোট ১১ দিনে জাহাজটি ৩,২০০ কিলোমিটার ভ্রমণ করার পরে, সেটি স্প্যানিশ সীমান্তে প্রবেশ করে।

3 people traveled in ship 3200 km 1

১৪ বছরের বালক ১৫ দিন যাবৎ সমুদ্রে ভ্রমণ করেছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে অর্থাৎ ২০২০ সালে, একটি ১৪ বছর বয়সী নাইজেরিয়ান বালক একটানা ১৫ দিন ভ্রমণের পরে একইভাবে লাগোস থেকে স্পেনে এসেছিল। এমতাবস্থায়, ওই ১৫ দিনের যাত্রায়, সে সমুদ্রের জল পান করার পাশাপাশি রাডারের উপরে থাকা গর্তে ঘুমিয়েও ছিল। এছাড়াও, ২০২০ সালেই, রাডারের পিছনের অংশে লুকিয়ে ১০ দিনের যাত্রা শেষে একইসাথে ৪ জন স্পেনে পৌঁছেছিলেন। এই প্রসঙ্গে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, চলতি বছর সমুদ্রপথে নৌকায় করে ১১ হাজার ৬০০ জন মানুষ দেশে প্রবেশ করেছেন। এর মধ্যে রয়েছেন হাজার হাজার আফ্রিকান শরণার্থীও।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর