দুবাইতে ২০০ কোটির বিয়ের ভোজ! নুসরত ছাড়াও ইডির নজরে আরও ১৪ তারকা, তালিকায় কারা?

বাংলা হান্ট ডেস্ক : দেশ বিদেশের তাবড় তাবড় ব্যবসায়ীরা তাদের অনুষ্ঠানের আসর জমাতে বিভিন্ন শিল্পীদের ডেকে থাকেন। বলিউডের (Bollywood) শীর্ষস্থানীয় অভিনেতা অভিনেত্রীরাও এইসব অনুষ্ঠানবাড়িতে উপস্থিত থাকেন। এই যেমন কিছুদিন আগেই দুবাইতে এমনই এক বিয়ে বাড়িতে যান টাইগার শ্রফ (Tiger Shroff), সানি লিওনেরা (Sunny Leone)। আর এবার সেই বিয়ে বাড়ি নিয়েই ঘটে গেল বড় বিপত্তি।

সূত্রের খবর, দুবাইতে অনুষ্ঠিত এই বিয়ে বাড়ির বাজেট ছিল প্রায় ২০০ কোটি টাকা‌। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন টাইগার শ্রফ, সানি লিওনেরা। নিমন্ত্রণ রক্ষার্থে সেখানে পৌঁছেও গেছিলেন তারা। আর তাতেই সোজাসুজি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের নজরে পড়ে গেছেন সানি লিওন, টাইগার শ্রফ-সহ বলিউডের ১৪ জন তারকা।

জানা যাচ্ছে এই অনুষ্ঠানটি ছিল মূলত একটি বিয়ের অনুষ্ঠান। ‘মহাদেব অনলাইন বেটিং’ অ্যাপের দুর্নীতিতে অভিযুক্ত সৌরভ চন্দ্রশেখরের বিয়ের যাবতীয় আয়োজন হয় দুবাইয়ের মাটিতে। বিলাসবহুল এই অনুষ্ঠানের খরচও ছিল প্রায় ২০০ কোটির কাছাকাছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাইগার, সানি, নেহা কক্কর, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, কৃতি খববন্দা, আতিফ আসলাম, ভারতী সিং, নুসরত ভারুচার মত প্রথম শ্রেনীর তারকারা।

আরও পড়ুন : ‘আমাকে আর দেখতে পাবিনা’, বন্ধ হচ্ছে স্মার্ট দিদির হোটেল? হাহুতাশ নন্দিনীর

এখন প্রশ্ন উঠবে কী এমন হল যার জন্য সোজা ইডি-র ডাক পড়ল? জানিয়ে দিই, বিগত কয়েক মাস ধরেই ‘মহাদেব বেটিং অ্যাপ’ সংস্থার মালিকের নাম রবি উপ্পল, সৌরভ চন্দ্রাকরের তল্লাশি চালাচ্ছিল ইডি। অভিযোগ, সংস্থাটি অনলাইন বেটিং অ্যাপের সাহায্যে প্রচুর মানুষের কাছ থেকে টাকা তুলেছে। আর সেই টাকা গিয়ে পৌঁছেছে বলিউড তারকাদের কাছে। এতে মাধ্যম হিসেবে রয়েছে মুম্বইয়ের এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।

আরও পড়ুন : দুর্গাপূজার ফিতে কেটেই লাখপতি! পুজো উদ্বোধনে টলিউড তারকাদের দর কত জানেন?

maxresdefault

সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা, মুম্বই, ভোপালের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকা-সহ সোনার বাট, গয়না উদ্ধার করেছেন ইডির কর্মকর্তারা। মুম্বাইয়ের প্রায় ৩৯ জায়গায় খানা তল্লাশি চালিয়েছে ইডি। এদিকে বলি তারকাদের কাছে গেছে প্রায় ১১২ কোটি টাকা। দুবাইতে তাদের থাকার জন্য খরচ হয়েছে প্রায় ৪২ কোটি টাকা। আর এই সব টাকাই নাকি অনলাইন বেটিং এর মাধ্যমে তোলা কালো টাকা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর