খুলছে তিরুপতি মন্দিরের দরজা, বালাজি দর্শনে মানতে হবে কড়া নিয়ম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আগামী ১১ ই জুন থেকে সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে তিরুপতি মন্দিরের (tirupati temple) দরজা । মোদি সরকারের (modi government) নির্দেশ অনুযায়ী সোমবার থেকে সব মন্দিরের দরজা খুলে দেওয়ার কথা হলেও তিরুপতি খুলছে কদিন পরেই। জানা যাচ্ছে, প্রথম ২/৩ দিন ভিড় নিয়ন্ত্রণের মহড়া চলবে বলে সবার জন্য মন্দিরের দরজা খোলা হবে না।

গত ২০ মার্চ থেকে মন্দিরের দরজা বন্ধ ছিলো, যদিও পুরোহিতরা মন্দিরের ভিতরে পুজো চালু রেখেছিলেন । তবে এবার দরজা খুললেও মানতে হবে কড়া নির্দেশিকা । মন্দিরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে প্রথম ২/৩ দিন মন্দিরের কর্মী, তাদের পরিবার ও তিরুমালা র স্থানীয় বাসিন্দারা মন্দিরে প্রবেশাধিকার পাবে । ১১ জুন থেকে সর্বসাধারণের জন্যে মন্দির খুলে গেলেও , মন্দির খোলা থাকবে সকাল ৬:৩০ টা থেকে সন্ধ্যা ৭:৩০ টা পর্যন্ত এবং ১০ থেকে ৬৫ বছর বয়সী সকলে মন্দিরে ঢুকতে পারবে।

বেঙ্কটেশ্বর মন্দির হল  ভারতের  অন্ধ্রপ্রদেশ  রাজ্যের  চিত্তুর জেলার  অন্তর্গত  তিরুপতির  তিরুমালা  শৈলশহরে অবস্থিত একটি অন্যতম প্রধান  বিষ্ণু  মন্দির। এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন  হিন্দু দেবতা  বিষ্ণুর  অবতার  বেঙ্কটেশ্বর। তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির তিরুপতি মন্দির, তিরুমালা মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত।

হিন্দু বিশ্বাস অনুসারে,  কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে বিষ্ণু তিরুমালায় ‘বেঙ্কটেশ্বর’ রূপে অবতীর্ণ হয়েছেন। এই জন্য এই মন্দিরটিকে ‘কলিযুগ বৈকুণ্ঠম্‌’ বলা হয় এবং বেঙ্কটেশ্বরকে বলা হয় ‘কলিযুগ প্রত্যক্ষ দৈবতম্‌’ (কলিযুগের প্রত্যক্ষ দেবতা)। বেঙ্কটেশ্বর ‘বালাজি’, ‘গোবিন্দ’ ও ‘শ্রীনিবাস’ নামেও পরিচিত।

সম্পর্কিত খবর

X