বিজেপির বিরুদ্ধে মহিলা তৃণমূল কর্মীর শ্লীলতাহানির অভিযোগ, ভোটের আগেই উত্তপ্ত মানিকতলা

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের আগেই উত্তেজনা ছড়াল মানিকতলায় (manicktala)। মহিলা তৃণমূল (tmc) কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বিজেপি (bjp) কর্মীর বিরুদ্ধে। ঘটনার জেরে থানায় অভিযোগ জানায় তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

ঘটনাটি ঘটে মানিকতলা এলাকার মুরারিপুকুর বাজারে। অভিযোগ উঠেছে, ২ জন মহিলা তৃণমূল কর্মী বাজারে ফল কিনতে গেলে, তাদের সঙ্গে অশ্লীল আচরণ এবং তাদের শ্লীলতাহানি করে ওই এলাকার বিজেপির সমর্থক তথা ফল ব্যবসায়ী এবং তাঁর আত্মীয়।

BJP vandalized tmc camp office!

ঘটনার প্রতিবাদে অভিযুক্ত বিজেপি কর্মীর নামে থানায় গিয়ে অভিযোগ জানায় তৃণমূল কর্মী সমর্থকরা। অভিযোগ উঠেছে, পাল্টা দলবল নিয়ে থানায় চড়াও হয় বিজেপি বাহিনী এবং সেইসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এমনকি থানার সামনে থাকা পুলিশের গাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

ঘটনার জেরে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির সমর্থকরা দাবি জানিয়েছেন, মিথ্যে মামলা মামলা দায়ের করে নির্বাচনের আগে তাদের কর্মীদের জেলে ঢোকানোর পরিকল্পনা করেছে তৃণমূল।


Smita Hari

সম্পর্কিত খবর