হিরণের মাথায় বাজ! গুরুতর অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, এবার কী হবে? শোরগোল বঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রের দিকে নজর থাকবে অনেকের। টলিউডের দুই নায়ক মুখোমুখি হচ্ছেন এই কেন্দ্রে। তৃণমূলের দেবের বিপরীতে বিজেপি (BJP) দাঁড় করিয়েছে হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee)। এবার তাঁর বিরুদ্ধেই ভোট প্রচারে বেরিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা সহ ঘৃণা, ভোট এবং প্ররোচনামূলক ভাষণ দিয়ে আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছে।

সোমবার নির্বাচনী প্রচারে ঘাটাল (Ghatal) লোকসভা কেন্দ্রের অধীন সবং বিধানসভায় গিয়েছিলেন হিরণ। অভিযোগ, সেখানে গিয়ে তিনি সবং থানার বলপাই অঞ্চলে একটি সভা থেকে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণকুমার মিশ্রকে নিয়ে মুখ খোলেন। তিনি আবার সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষও।

অভিযোগ, হিরণ তাঁর ঠ্যাং ভেঙে দেওয়ার পাশাপাশি মা-বোনেদের লাঠি, ঝাঁটা, কাটারি নিয়ে তাড়ানোর প্ররোচনা দেন। বিজেপি প্রার্থী এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সবং থানায় দু’টি অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সঙ্গেই রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে অভিযোগ জানানো হয়েছে। বিজেপি শিবির এই অভিযোগকে বিশেষ পাত্তা না দিলেও, তৃণমূলের তরফ থেকে হিরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রার্থীপদ বাতিলের দাবি তোলা হয়েছে।

আরও পড়ুনঃ ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত! বুধেও দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝেঁপে বৃষ্টি, কতদিন থাকবে স্বস্তির আবহাওয়া?

এই বিষয়ে তৃণমূলের সবং ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, ‘নির্বাচনী প্রচারে মানুষ না পেয়ে বিজেপি প্রার্থী এমন প্ররোচনামূলক ভাষণ দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। এলাকার মধ্যে ঘৃণা এবং ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছেন। আমাদের তরফ থেকে মঙ্গলবার সবং থানায় দু’টি অভিযোগ করা হয়েছে। রাজ্য কমিটির তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ করা হয়েছে। আমরা চাই, ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে প্রার্থীপদ বাতিল করা হোক’।

অন্যদিকে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি এই প্রসঙ্গে বলেন, ‘অভিযোগের কোনও সারবত্তা নেই। কারণ হিরণ নির্দিষ্ট করে কারোর নাম নেয়নি। সেই কারণে আমরা এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছি না’।

Hiran Chatterjee

অমূল্যের অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে ভেমুয়া এলাকায় বহু বিজেপি কর্মী ঘরছাড়া। কেউ কেউ কাজের জন্য ভিনরাজ্যে চলে গিয়েছে। এমনকি গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। সেই কারণে সোমবার বিজেপি প্রার্থীকে হাতের নাগালে পেয়ে বলপাই এবং ভেমুয়া অঞ্চলের মানুষরা সেই সকল অভিযোগ করেন। তখনই তাঁদের আশ্বস্ত করেন হিরণ। কিন্তু বিজেপি নেতা নির্দিষ্ট করে কোনও ব্যক্তির নাম নেননি বলে দাবি করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর