বাংলা হান্ট ডেস্কঃ ২ ও ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের (TMC) ধর্না কর্মসূচী। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানীর বুকে দুদিনের জন্য প্রতিবাদ বসবে বাংলার শাসক দল। পরিকল্পনা মত সব ঠিকঠাক চললেও হঠাৎ শুক্রবার হঠাৎই বাতিল হয়ে যায় দিল্লি যাওয়ার জন্য তৃণমূলের ভাড়া করা স্পেশাল ট্রেন। তারপর আর কী! প্রায় ৫০ খানা বাসে চেপে শনিবার দিল্লির উদ্দেশে রওনা দেয় দলের নেতা কর্মী ও জব কার্ড হোল্ডাররা।
এরই মধ্যে সূত্রের খবর, যোগী রাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh Police) ঢোকার মুখেই বাধার মুখে পড়তে হয় তৃণমূলের কর্মী সমর্থক বোঝাই এক বাসকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও ভাইরাল। ভিডিও পোস্ট করেছে খোদ তৃণমূল কংগ্রেস।
কী রয়েছে সেই ভিডিওতে? তৃণমূলের পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের পোশাকে দুই ব্যক্তি বাইকে করে এসে বাসটিকে দাঁড় করিয়েছেন। দুজনেই পুলিশ। বাসটিকে আটকাতে একটি বাইক বাসের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ভিডিওতে দেখতে পাওয়া এক পুলিশকর্মীদের গলায় সাদা রঙের গামছা জড়ানো ছিল।
আরও পড়ুন: ‘কাঁথিতে সব ছাপ্পা কাউন্সিলর’, নিজের এলাকা নিয়ে বিস্ফোরক শুভেন্দু, হঠাৎ হল টা কী?
ভিডিও পোস্ট করে তৃণমূলের অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশ তরফে ওই বাসটিতে তল্লাশিও চালানো হয়েছে। এক্স এ এই নিয়ে তৃণমূল লেখে, “আমাদের যখন এভাবে বাধা হচ্ছে তখন সন্দেহ জাগবেই। এর আগেও বাধা দেওয়ার জন্য ওরা আমাদের দিল্লি যাত্রার ট্রেন বাতিল করেছে। তাই বিজেপির কাছ থেকে এসব প্রত্যাশিত।”
আরও পড়ুন: প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ৫২৯৮ টি শুন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার! কাদের খুলছে কপাল?
তৃণমূল আরও লেখে, “এরকম বাধা এলেও আমাদের দমানো যাবে না। আমাদের ভয় দেখানো যাবে না। আমরা আমাদের লক্ষ্যে অটল।” প্রসঙ্গত আজ ও কাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ অন্যান্য বিভিন্ন প্রকল্পে রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজধানীর মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস।