দিলীপকে প্রণাম তৃণমূল কাউন্সিলরের, দলবদল নিয়ে জোর জল্পনা

বাংলা হান্ট ডেস্ক : বিরোধী দলের নেতানেত্রীরা যদি অন্য দলের কোনও নেতার প্রতি বা নেত্রীর প্রতি সৌজন্যবোধ দেখায় তখনই তা শিরোনামে উঠে আসে। আসলে রাজনীতির প্রেক্ষাপট এমন জায়গায় দাঁড়িয়ে যে তখনই দল বদলের জল্পনা ওঠে। কারণ আসতে আসতে তৃণমূল ছেড়ে বিজেপি বিজেপি ছেড়ে তৃণমূল বা অন্যান্য দলের দলবদলের ঘটনা ঘটে চলেছে। তাই তো কোনও সাধারণ ব্যাপারকে অসাধারণ বলেও মনে করা হয় ঠিক এমনটাই ঘটলেও জলপাইগুড়ি শহরে।

জানা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে সৌজন্যবোধ দেখাতে গিয়ে তাঁকে প্রণাম করেছেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান কাউন্সিলর সন্দীপ মাহাত। ব্যাস সন্দীপবাবুর বিজেপি নেতার প্রতি এহেন বন্ধুত্বসুলভ আচরণ বিভিন্ন মহলে জল্পনার সৃষ্টি করেছে। যদিও বিষয়টিকে অনেকেই দরদ বলছেন,অন্য দিকে আবার রাজনৈতিক পালাবদলের বিষয়টিকেও তুলে ধরা হচ্ছে।TMC flag Trinamo 0 1

খবর প্রকাশ্যে আসার পর নানা মুনির নানা মত।কিন্তু বিষয়টি কি ততটা সংখ্যা শুরু করতে নারাজ জলপাইগুড়ি পুরসভার তৃণমূলের চেয়ারম্যান, এবং বিষয়টি এতটাও গুরুত্বপূর্ণ নয় বলে জানিয়েছেন তিনি। আর এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন বুধবার সকালে তাঁর বাড়ির সামনে দিয়ে বিজেপি নেতারা প্রাত ভ্রমণ করছিলেন আর ঠিক সেই সময়ই জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি তাঁর সঙ্গে দিলীপবাবুর পরিচয় করিয়ে দিয়েছেন আর তাই সৌজন্য বোধ দেখাতে গিয়ে তিনি প্রণাম করেছেন

কিন্তু বিষয়টিকে রাজনীতি হিসেবে না দেখাই ভাল বলেও মন্তব্য করেন তিনি। তবে সন্দীপ মাহাতো যাই বলেন না কেন, জলপাইগুড়ি জেলা তৃণমূলের আহ্বায়ক চন্দন ভৌমিক বলেন সন্দীপবাবু পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন তাই বিষয়টি অত্যন্ত আলোচনার বিষয়। যদিও তৃণমূলের দল বদল নিয়ে কিছু মাথাব্যথা নেই বা কিছু আসে যায় না কিন্তু তাঁর আচরণ হয়তো দলে ভালো ভাবে মেনে নাও নিতে পারে এমনটাই জানিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর