জননেতারদের ছুটি বাতিল, মিশন ২৪ এর নীল নকশা তৈরিতে মরিয়া তৃনমূল

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনে বিরাট আশাভঙ্গের পর একদিকে যেমন ফের একবার দলীয় সংগঠনকে মজবুত করতে মরিয়া বিজেপি, তখনই অন্যদিকে শাসক দলের লক্ষ্য এখন মিশন ২০২৪। একুশের নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দিল্লির মসনদ দখল সহজ কাজ নয়, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মতো আঞ্চলিক দলের পক্ষে একজন মূখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে প্রোজেক্ট করে সামনে এগোনো যথেষ্ট কঠিন। তাই দিল্লি এখনো বহুদূর। কিন্তু তার আগে আঞ্চলিক দলের মহাজোট গুলির মধ্যে নিজেদের ক্ষমতা বজায় রাখতে দরকার সুস্পষ্ট রণনীতি।

আর তাই এবার রাজ্যে নিজেদের মতো করে রণনীতি সাজাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্র মারফত জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে বড় জয় এলেও দলীয় নেতাদের ইতিমধ্যেই কড়া নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনভাবেই ছুটির মেজাজে থাকা যাবে না। এমনকি দলের যুবমহিলা নেতৃত্বকেও নিয়মিত পার্টি অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রধান দায়িত্ব হল মানুষের জন্য কাজ করা। সরকারের যে জনমুখি প্রকল্প গুলি রয়েছে বিশেষত যে প্রকল্প গুলি দুয়ারে পৌঁছানোর কথা, তা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা তার দিকে নজর দিতে হবে বিধায়ক এবং সাংসদদের।

এছাড়া পদ অনুযায়ী, প্রত্যেককে নিয়মিত পার্টি অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী এর জন্য ঠিক করা হয়েছে আলাদা রস্টার। প্রত্যেক নেতাকে জানিয়ে দেওয়া হয়েছে তাকে কবে কবে পার্টি অফিসে উপস্থিত থাকতে হবে। প্রত্যেক এলাকার জননেতাকে জানানো হয়েছে রাজনৈতিক কোন সমস্যা বিজেপি তৈরি করছে কিনা, তার দিকে কড়া নজর রাখতে। দলের প্রথম সারির নেতাদের জন্যও তৈরি হয়েছে আলাদা রস্টার।

বিজেপিকে বড় ধাক্কা দিতে ইতিমধ্যেই ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যগুলিতে সক সাজাতে শুরু করেছে তৃণমূল। তার জন্য প্রধান মুখ হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাককে। এখন দলের মধ্যেও শুরু হলো নতুন করে রণনীতি সাজানো। এখন আগামী দিনে এই কর্মসূচী কত বড় প্রভাব ফেলে সে দিকেই নজর থাকবে সকলের।

Abhirup Das

সম্পর্কিত খবর