বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের পিছনে ভালোরকম অবদান ছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor)। ‘দিদিকে বলো’ থেকে ‘বাংলা নিজের মেয়েকে চায়’, ভোটের সময় যে প্রকল্পগুলি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল তা আদতে ছিল পিকেরই মস্তিষ্কপ্রসূত! তবে দিন কয়েক আগে তিনি দাবি করেন, চব্বিশের লোকসভা ভোটে বাংলা জুড়ে উঠবে গেরুয়া ঝড়। এবার পিকে প্রসঙ্গে মুখ খুললেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
একুশের বিধানসভা ভোটের আগে অভিষেক-পিকের ‘জুটি’ নিয়ে বঙ্গ রাজনীতিতে বহুল চর্চা হয়েছে। জোড়াফুল শিবিরের স্লোগান থেকে শুরু করে প্রচার অভিযানের ‘রণনীতি’ বানানো, সবকিছুর দায়িত্ব ছিল পিকের সংস্থার কাঁধে। এমনকি ভোটের আগে যখন বিজেপির তরফ থেকে ‘আব কি বার ২০০ পার’ স্লোগান তোলা হয়েছিল তখন আত্মবিশ্বাসের সুরে এই ভোটকুশলী বলেছিলেন, গেরুয়া-শিবির ১০০ আসনও পেরোতে পারবে না!
সত্যি সত্যিই একুশের বিধানসভা ভোটে ১০০-র গণ্ডি টপকাতে পারেনি বিজেপি। এদিকে বাংলায় তৃণমূলের গগনচুম্বী সাফল্যের পর প্রশান্ত কিশোরের জনপ্রিয়তাও অনেকখানি বেড়ে যায়। সমাজমাধ্যমের পাশাপাশি সংবাদমাধ্যমের পাতাতেও নিয়মিত স্থান করে নিতে শুরু করেন তিনি। এবার তাঁকেই ‘ওভারহাইপড’ তকমা দিলেন তৃণমূলের (TMC) সেকেন্ড ইন কমান্ড।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে সেলিম, দুর্গাপুরে সুকৃতি, ‘কেষ্ট গড়ে’ বিরাট চমক! তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বাম
সম্প্রতি এক সাক্ষাৎকারে পিকে বলেন, আসন্ন লোকসভা ভোটে বাংলায় চমকপ্রদ ফলাফল করবে বিজেপি। তৃণমূলকে টপকে রাজ্যের পয়লা নম্বর দল হিসেবে উঠে আসতে পারে বলেও দাবি করেন তিনি। এবার প্রশান্ত কিশোর প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিষেক তাঁকে ‘ওভাররেটেড’ এবং ‘ওভারহাইপড’ তকমা দিলেন।
সম্প্রতি জনপ্রিয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা সাক্ষাৎকারে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজ্য-রাজনীতি থেকে খেলা, একাধিক প্রসঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। সেই সাক্ষাৎকারেই প্রশান্ত কিশোর প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অভিষেক বলেন, ‘পিকে ওভাররেটেড, ওভারহাইপড’। অর্থাৎ দুঁদে এই ভোটকুশলীকে নিয়ে একটু বেশি হইচই হয় বলে মনে করেন তৃণমূল নেতা। তবে তিনি এমনটা কেন মনে করেন তা অবশ্য খোলসা করেননি। তবে তৃণমূল-পিকের ‘সম্পর্কে’ যে ভাঙন ধরেছে তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথা থেকেই কার্যত পরিষ্কার।