বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তিনি। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরই দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। তিনি আর কেউ নন, তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাকে নিয়ে সাধারণ মানুষের মনে চৰ্চা কৌতুহলের শেষ নেই।
কিভাবে এত কম বয়সে নিজের কাজের জন্য এতটা জনপ্রিয় হয়ে উঠলেন সকলের মধ্যে, সেই নিয়েও মানুষের ভাবনার শেষ নেই। বঙ্গের যুব সমাজের একাংশের কাছে অনুপ্রেরণা তিনি। তাকে অনুসরণ করে জীবনের পথের এগিয়ে যেতে চান অনেকেই। রাজ্য পেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়ে দেশের রাজনীতিতে চৰ্চা চলে।
তবে এ তো গেল রাজনৈতিক দিক। এসব থেকে কিছুটা সরে গিয়ে অনেকেই জানতে চান অভিষেকের শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা। কি নিয়েই বা পড়াশোনা করেছেন নেতা! তাহলে বলি, অভিষেকের জন্ম ১৯৮৭ সালের ৭ নভেম্বর। ছোটবেলায় তার পড়ার সূচনা হয় এম.পি. বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুলে।
স্কুলের গন্ডি পার করেই বঙ্গ ছেড়ে দিল্লি পাড়ি দিয়েছিলেন তিনি। এরপর দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে বিবিএ পাস করেন অভিষেক। পরবর্তীতে সেই প্রতিষ্ঠান থেকেই এমবিএ করেন নেতা। এখানেই শেষ লেখাপড়ার জীবন।
এরপর পড়াশোনা শেষ করে ২০১১ সালে সক্রিয়ভাবে রাজনীতিতে পা রাখেন নেতা। নির্বাচিত হন সাংসদ হিসেবেও। এখন ২০২৩। বর্তমানে রাজ্য রাজনীতির অন্যতম জনপ্রিয় নাম তিনি। অনেকের কাছে তিনিই জননেতা। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এখন তৃণমূলের নবজোয়ার যাত্রায় রয়েছেন অভিষেক, করছেন বঙ্গ সফর। টানা ২ মাসের এই কর্মসূচী এখন প্রায় শেষের দিকে।
অন্যদিকে বঙ্গের দুয়ারেই পঞ্চায়েত নির্বাচন। বেজে গিয়েছে ভোটের দামামা। বহু কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার নির্বাচনের (Panchayat Vote) দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। দায়িত্বে রাজ্য পুলিশ। আর এবারেও একদফাতেই হচ্ছে ভোট। ১১ জুলাই পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণা। সকলের নজর এখন সেদিকেই।