বাংলা হান্ট ডেস্কঃ বুধবার ভর সন্ধ্যায় ব্যারাকপুরের (Barrackpur) আনন্দপুরীতে দুষ্কৃতীর গুলিতে খুন স্বর্ণ ব্যবসায়ী নীলাদ্রি সিংহ খুনের ঘটনায় উত্তাপ চড়েছে বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবারই শুটআউট কাণ্ডে টিটাগড় থানার পিসি পার্টিকে নিশানা করেছেন সাংসদ (TMC MP) অর্জুন সিং (Arjun Singh)। পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ বিজেপি ফেরত তৃণমূল নেতা।
ব্যারাকপুর শিল্পাঞ্চলে দিন দিন দুষ্কৃতীর দৌরাত্ম্য বাড়ছে। অন্যদিকে, বোমাবাজি, খুনের মতো পরপর ঘটতে থাকা ঘটনায় এবার পুলিশকে (Police) কাঠগড়ায় তুললেন শাসকদলের নেতা। তার অভিযোগ, প্রকৃত অপরাধী ধরা পড়ছেন না। অনেকের মাথার ওপর রাজনৈতিক নেতাদের হাত আছে। নেতাদের ছত্রছায়ায় তাদের ধরতে পুলিশ আরও ব্যর্থ হচ্ছে।
শুধু তাই নয়, এই ঘটনায় দলেরই ক্ষতি হচ্ছে বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ হলেন তৃণমূল সাংসদ। বলেন, ‘‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে, পুলিশের ভূমিকা সঠিক নয়। পুলিশ-প্রশাসনের উপর মানুষের যে ক্ষোভ তৈরি হচ্ছে, তাতে আমাদের দলের ক্ষতি হবে।’’
দুঃখ প্রকাশ করে নেতা বলেন, ‘‘আগেকার সময় পুলিশদের দেখে অপরাধীরা অপরাধ করতে ভয় পেত। কিন্তু এখনকার পুলিশ অফিসারেরা অপরাধীদের শায়েস্তা করতে ব্যর্থ। ছোট ছোট বিষয় পুলিশের একাংশ অতি সক্রিয়। কিন্তু অপরাধীরা মুক্তাঞ্চল বানিয়ে ফেলছে। আর এসব নিজের চোখে দেখেও আমরা কিছু করতে পারছি না।’’
পুলিশ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে কিনা সেই বিষয়েও আশঙ্কা প্রকাশ করেন সাংসদ। এখানেই থেমে থাকেননি তিনি। এরপর সরাসরি পুলিশের শারীরিক সক্ষমতা নিয়ে কটাক্ষ করে নেতা বলেন, ‘‘৪০ কেজির ভুঁড়ি নিয়ে হাঁটতেই পারে না। সে আবার অপরাধীদের ধরতে পারে নাকি! কিছু লোক এদের পরিচালনা করছে। এতে আখেরে পার্টির ক্ষতি হচ্ছে। অপরাধীরা মুক্ত ভাবে বিচরণ করছে।’’
প্রসঙ্গত, গত এক মাসের মধ্যে পরপর দুটো খুন নিয়ে দুশ্চিন্তায় সাংসদ। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে এই বিষয়ে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান অর্জুন। তিনি বলেন, ‘‘আমি এনকাউন্টার করতে বলছি না। তবে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপ নিতে হবে, তাদের ঢোকাতে হবে। “